শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
রাসিকে বয়স্ক ভাতার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ মহিলা কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে

রাসিকে বয়স্ক ভাতার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ মহিলা কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে

রাসিকে বয়স্ক ভাতার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ মহিলা কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে
ভূক্তভোগী মাজেদা বেওয়ার পাস বই

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে বয়স্ক ভাতার ৬ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ মহিলা কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। আজ মঙ্গলবার নগরীর কাজলায় সন্ধার পর সাংবাদিকদের এ তথ্য জানান ভূক্তভোগী মাজেদা বেওয়ার মেয়ে সপ্না বেগম।

তিনি বলেন, গত (২৬ সেপ্টম্বর ১৯) বিকালে নগরীর মতিহার থানাধিন কাজলা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকে (কাজলা শাখা) বয়স্ক ভাতার ৬ হাাজার টাকা উত্তোলন করেন।

ব্যাংক থেকে সিড়ি বেয়ে নামার সময় তাদের পথরোধ করে দাঁড়ায় ২৫,২৮ ও ২৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর লাইলী বেগমের ছেলে সম্রাট (১৮)।

এ সময় সম্রাট সপ্না বেগমকে বলেন, ৬ হাজার টাকার মধ্যে ৪ হাজার টাকা ফেরত দেন। কারন জানতে চাইলে সম্রাট বলে মায়ের নিকট জেনে নিয়েন, এই টাকা আমাদের কয়েক জায়গায় দিতে হয়।

সপ্না বেগম আরো বলেন আমার মা খুব অসুস্থ। তাঁর পুরো শরীরে ঘাঁ। তিনি বিছানা থেকে উঠে বসতে পারেননা। দয়া করে এই টাকা নিয়েননা। তারপরও এক প্রকার জোর হাত থেকে  ৪ হাজার টাকা নিয়ে নেয় মহিলা কাউন্সিলরের ছেলে সম্রাট ।

ভূক্তভোগী মাজেদা বেওয়া কাজলা চৌরাস্তার মোড়ের মৃত জব্বার মৌলভীর ছেলে। তার বয়স্ক ভাতা পরিশোধ বই নম্বর ১৪২৪৯, ব্যাংক হিসাব নং-০১০১১৬৬০। যাহা বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতর, সমাজ কল্যান মন্ত্রালয় থেকে এ ভাতা প্রদান করে থাকে।

জানতে চাইলে মহিলা কাউন্সিলর লাইলী বেগম বলেন, আমি প্রত্যেককে ৬ হাজার টাকা হারে প্রদান করেছি। কতজনকে টাকা প্রদান করেছেন তা তিনি জানাতে পারেননি।

এ রকম আরো বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখ রাখুন পরের সংবাদে।

মতিহার বার্তা ডট কম – ০৯ অক্টোবর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply