এসএম বিশাল: আগামীকাল রোববার (১৩ অক্টোবর )আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে এ সভার আয়োজন করা হচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদেরের সরকারি সফরসূচি জানানো হয়েছে, ১৩ অক্টোবর সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন। ১১টা ২৫ মিনিটে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে নেমে সার্কিট হাউসে অবস্থান করবেন।
পরে রাজশাহী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাত করবেন। সাক্ষাত শেষে দুপুর বারোটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
সম্মেলন শেষে বিকেল তিনটায় রাজশাহী সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপদ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন সেতুমন্ত্রী। বৈঠক শেষে সেদিন বিকাল সাড়ে ৫টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন ওবায়দুল কাদের।
মতিহার বার্তা ডট কম – ১২ অক্টোবর ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.