নিজস্ব প্রতিবেদক : সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে, এটা কোনো সমাধান নয়।’
আজ রোববার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্র রাজনীতির কোন দোষ নেই। ছাত্র রাজনীতির নামে যারা অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে।’
চলমান অভিযান সম্পর্কে তিনি বলেন, যুবলীগে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা সবাই নজরদারিতে আছে। যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, সেটা পরে জানতে পারবেন।
Leave a Reply
You must be logged in to post a comment.