শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
চারঘাটে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু, আতঙ্কে গবাদিপশু পালনকারীরা

চারঘাটে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু, আতঙ্কে গবাদিপশু পালনকারীরা

চারঘাটে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু, আতঙ্কে গবাদিপশু পালনকারীরা
ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু

মো: শিমুল ইসলাম ,চারঘাট: রাজশাহীর চারঘাট উপজেলায় অসংখ্য গরু ‘ল্যাম্পি স্কিন’ নামে নতুন ভাইরাসজনিত সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে।

উপজেলার বিভিন্ন গ্রামে এ রোগ ছড়িয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে গবাদিপশু পালনকারীরা। গরু পালনকারীরা জানান, ‘ল্যাম্পি স্কিন’ আক্রান্ত গরুর প্রথমে পা ফুলে যায়।

এরপর জ্বর হয়ে ২-৩ দিনের মধ্যে গোটা শরীর বসন্তের মতো ফোসকা দেখা দেয়, যা পরবর্তীতে ঘায়ে পরিণত হচ্ছে। এ সময় গরুর শরীরে অতিরিক্ত তাপমাত্রা দেখা দেয় এবং গরু খাওয়া-দাওয়া ছেড়ে দেয়।

সারাক্ষণ চুপচাপ থাকে। অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ক্ষত সৃষ্টি হয়। ক্ষতস্থান পচে গিয়ে সেখান থেকে মাংস খসে খসে পড়ে।

এতে আতঙ্ক দেখা দিয়েছে গরু পালক ও খামারিদের মাঝে।জানা গেছে, উপজেলার শলুয়া,নিমপাড়া,বালাদিয়ার,পরানপুর,রায়পুর,পিরোজপুর সহ বিভিন্ন গ্রামে গরু ‘ল্যাম্পি স্কিন’ নামে নতুন ভাইরাসজনিত সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে। দিনদিন এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে।

চারঘাট উপজেলায় প্রায় তিন শতাধিক গরু ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত গরুর এ রোগ কিভাবে প্রতিরোধ করবে বুঝতে পারছেন না তারা। প্রতিষেধক না থাকায় উপজেলাজুড়ে এ রোগ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

উপজেলার রায়পুর গ্রামের আলতাফ হোসেন বলেন, তারসহ ওই গ্রামের অনেক গরুর গায়ে গুটি বসন্তের মতো গুটি বের হয়েছে। চিকিৎসা করেও এ রোগ ভালো হচ্ছে না। এই রোগ সারা দেশে ছড়িয়ে পড়েছে বলে টিভিতে খবরে শুনতে পেলাম। এই খবর শুনে আরো হতাশা বেড়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, উপজেলাজুড়ে ‘ল্যাম্পি স্কিন’ নামে নতুন ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এ রোগের কোনো ভ্যাকসিন নেই। এই উপজেলায় কতগুলো গরু আক্রান্ত হয়েছে তা জরিপ করা হয়নি।তবে অনেক স্থান থেকেই গরু ‘ল্যাম্পি স্কিন’ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মতিহার বার্তা ডট কম – ১৩  অক্টোবর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply