শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
রাজশাহীতে পরিক্ষার খাতা দেখতে না দেয়াই স্কুলছাত্রকে সহপাঠির ছুরিকাঘাত

রাজশাহীতে পরিক্ষার খাতা দেখতে না দেয়াই স্কুলছাত্রকে সহপাঠির ছুরিকাঘাত

রাজশাহীতে পরিক্ষার খাতা দেখতে না দেয়াই স্কুলছাত্রকে সহপাঠির ছুরিকাঘাত
রামেক হাসপাতালে আহত তানিম

নিজস্ব প্রতিবেদক : পরিক্ষার হলে নকল করতে সহযোগীতা না করায় তানিম (১৬) নামের এক স্কুলছাত্রের গলায় ছুরিকাঘাত করেছে তারই সহপাঠি বন্ধু মিম (১৬) নামের এক স্কুলছাত্র। গতকাল রোববার রাত ৮টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানাধিন ডাসমারী এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে ভর্তি করেন।

আহত তানিম মতিহার থানাধিন ডাসমারী উত্তরপাড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে। সে ডাসমারী দাখিল মাদ্রাসার এসএসসি পরিক্ষার্থী।

আহত স্কুলছাত্র তানিমের “মা” মমতাজ বেগম জানায়, আমার ছেলের দাখিল মাদ্রাসায় এসএসসি টেস্ট পরিক্ষা চলছে। রবিবার সকাল ৮টার সময় সে পরিক্ষা দিতে স্কুলে যায়। পরিক্ষা চলাকালীন সময় তার সহপাঠী বন্ধু মিম তার পরিক্ষার খাতা দেখে লিখলে চায়। কিন্তু মিম কোন ভাবেই তার খাতা দেখায় না। এতে মিম ক্ষুদ্ধ হয়।

তিনি আরো বলেন, একই দিনে সন্ধা সাড়ে ৭টার দিকে ডাসমারী হারেসের মোড়ে তানিম কোচিং এ ক্লাস করতে যায়। পরে সন্ধা ৭টার দিকে কোচিং-এ গিয়ে মনি ও ওয়ালিদ নামের দুইজন কিশোর কথা আছে বলে তাকে ডাসমারী আবু তাহেরের পুকুর পাড়ে ডেকে নিয়ে যায়। ওই সময় মিম পেছন থেকে এসে তানিমের গলার ডান সাইডে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা তানিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রামেকের ৩১নং ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসা শেষে মামলা করবেন বলেও জানান “মা” মমতাজ বেগম।

তানিমের বন্ধু মুজাহিদ জানায়, আজ সোমবার দুপুর ১০টা থেকে ১১টা পর্যন্ত পুরো ১ঘন্টা রামেকের ওটিতে তানিমের গলায় অপারেশান করা হয়।

রামেক ওটি’র কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসাদুল ইসলাম রাজিব জানান, তার গলায় ০৮টি সেলাই দেয়া হয়েছে। রক্তক্ষরন বন্ধ হয়েছে। বর্তমানে স্কুলছাত্র তানিম শঙ্কামুক্ত। ওটি শেষে তাকে ৩৩ নং ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান চিকিৎসক।

জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, স্কুলছাত্র তানিমকে ছুরিকাঘাতের বিষয়টি শুনেছি। সাথে সাথে ঘটনাস্থলে মির্জাপুর ফাঁড়ি ইনচার্জ এসআই আসলাম ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে স্কুলছাত্র রামেকের ৩৩নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছে। তবে এখনো কেউ থানায় অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি। 

মতিহার বার্তা ডট কম:১৪- অক্টোবর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply