রাজশাহীতে ডালে রং করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ১লাখ টাকা জরিমানা

রাজশাহীতে ডালে রং করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ১লাখ টাকা জরিমানা

রাজশাহীতে ডালে রং করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ১লাখ টাকা জরিমানা
রাজশাহীতে ডালে রং করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ১লাখ টাকা জরিমানা

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর বানশ্বের বাজারে শান্ত এন্টারপ্রাইজ নামের একটি ডাউল মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ডাউলে রং মিশানোর অপরাধে ১ লক্ষ টাকা জরিমানাসহ  ৫০ কেজির ২১৮ বস্তা ডাউল জব্দ করে তা ধ্বংস করা হয়। জব্দকৃত ডাউলের বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাঃ রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে শান্ত এন্টারপ্রাইজ প্রোঃ মোঃ দিদার আলী থান্দারকে মুখ ডাউলে ক্ষতিকর রং ব্যবহার কারায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোসাঃ রুমানা আফরোজ জানান, পুঠিয়া উপজেলার বানশ্বেরে শান্ত এন্টারপ্রাইজ প্রোঃ মোঃ দিদার আলীর ডাউল মিলে নিষিন্ধ এবং মানব দেহের ক্ষতিকর রং ব্যবহার করে ডাউল কালার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংষ্টিত ধারায় এবং অনিয়ম করার দোষ স্বীকার করায় তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি ।

মতিহার বার্তা ডট কম:২২ – অক্টোবর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply