নিজস্ব প্রতিবেদক : বোরহানউদ্দীনে ফেসবুকে মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জনতার মিছিলে পুলিশের গুলির ঘটনায় রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর রাজশাহী জেলা ও মহানগরী শাখা।
আজ মঙ্গলবার দুপুরে বিকাল ৩ টায় নগরীর জিরোপয়েন্ট বড় মসজিদ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রদক্ষিণ করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। তারা ভোলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ দেন।
তারা বলেন, মানুষ দেশের সম্পদ। তারা বিক্ষোভ করতেই পারে। কিন্তু পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। কয়েক জন নিহত হয়েছে। এটা অত্যান্ত দুঃখজনক। এটার তীব্র প্রতিবাদ জানান তারা।
অন্যদিকে অভিযুক্ত হিন্দু যুবককে অনতি বিলম্বে গ্রেফতার করে যথাযথ শাস্তির দাবি জানান।
এসময় মিছিলে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর রাজশাহী জেলা ও মহানগরী শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মতিহার বার্তা ডট কম:২২- অক্টোবর ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.