রাজশাহীর বাগমারায় চোরাই গরু উদ্ধার

রাজশাহীর বাগমারায় চোরাই গরু উদ্ধার

রাজশাহীর বাগমারায় চোরাই গরু উদ্ধার
রাজশাহীর বাগমারায় চোরাই গরু উদ্ধার

খোরশেদ আলম বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারার তাহেরপুরহাট থেকে মালিকবিহীন চোরাই গরু উদ্ধার করা হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে তাহেরপুর গরুর হাটে মালিকবিহীন (ছেড়ে দেওয়া) ৬টি গরু উদ্ধার করে হাট কতৃপক্ষ।

ঘটনা সূত্রে জানা যায় গতকাল শুক্রবার তাহেরপুর পৌরসভার কলেজ মাঠে বিশাল গরুর হাট বসে।

গরুরহাটে দুপুর ২টার দিকে ৬টি গরু মালিক বিহীন অবস্থায় ছেড়ে দেওয়া অবস্থায় ছুটাছুটি করতে দেখা যায়। এ সময় হাট কমিটির লোকজন খবর পেয়ে গরু গুলো উদ্ধার করে পৌরসভার খোয়াড়ে (বন্দীশালায়) রাখে।

উদ্ধার করা গরুগুলোর মধ্যে ৪টি গাভী ও ২টি বাছুর ষাঁড় রয়েছে। এ ব্যাপারে তাহেরপুর হাট মালিক কমিটির সভাপতি আলহ্বাজ আবু বকর মৃধা মুনসুর জানান,গরু গুলো আমাদের হেফাজতে রয়েছে।

উপযুক্ত তথ্য প্রমানের ভিত্তিতে প্রকৃত গরু মালিক যোগাযোগ করলে তাদেরকে গরু ৬টি বুঝিয়ে দেওয়া হবে। তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই লুৎফর রহমান বলেন, ৬টি গরু উদ্ধারের ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। এবং বাংলাদেশের সকল থানায় বিশেষ খবর পৌঁছানো হয়েছে।

 মতিহার বার্তা ডট কম – ২৭ অক্টোবর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply