শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
রাজশাহীতে পুলিশি পাহারায় বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ

রাজশাহীতে পুলিশি পাহারায় বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ

রাজশাহীতে পুলিশি পাহারায় বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ
রাজশাহীতে পুলিশি পাহারায় বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর খোলা বাজারে ৫টি পয়েন্টে পুলিশি পাহারায় বিক্রি হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর পেঁয়াজ।

আজ রোববার সকাল সাড়ে ৯ টা থেকে পেঁয়াজ বিক্রি শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর পাঁচটি পয়েন্টের মধ্যে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট, কোর্ট এলাকা, ভদ্রা মোড়, গোরহাঙ্গা রেলগেট ও আমচত্ত্বর এলাকায় ট্রাকে করে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ। পেঁয়াজ ক্রয় করতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। তবে পর্যাপ্ত পেঁয়াজের যোগান রয়েছে বলে জানিয়েছে টিসিবির ডিলাররা।

টিসিবি সুত্রে জানা যায়, গতকাল রোববার সকাল থেকে নগরীর ৫টি পয়েন্টে ৪৫ টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাজার থেকে একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। বর্তমান খুচরা বাজারের চাইতে ১০০ থেকে ১২০ টাকা কমে ক্রেতারা পেঁয়াজ সংগ্রহ করতে পারবেন।

নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, রেলগেট, ভদ্রা এলাকা ঘুরে টিসিবির পেঁয়াজ ক্রয় করতে ক্রেতাদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়। নগরীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে পেঁয়াজ সংগ্রহ করতে আসছেন ক্রেতারা। প্রতিটি ট্রাকের সামনে লাইনে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সীয় নারী পুরুষদের পেয়াজ কিনতে দেখা গেছে। শুধু নগরী নয়, নগরীর বাইরে থেকে পেয়াঁজ সংগ্রহ করছেন ক্রেতাগন। তবে জন প্রতি ১ কেজির বেশি পরিমান পেঁয়াজ বিক্রির দাবি জানান ক্রেতারা।

নগরীর তালাইমারী এলাকার (লেদমিস্ত্রী) মনি পেঁয়াজ কিনে বাড়ি ফেরার পথে তার সাথে কথা হয়। মনি বলেন, পেঁয়াজের মূল্য সবখানে বেশি। যেখানে কম পাওয়া যায় সেখানে পেঁয়াজ সংগ্রহ করছি। তবে টিসিবি ১ কেজি করে না দিয়ে ৫ কেজি করে পেঁয়াজ দিলে সাধারন ও মধ্যবিত্ত পরিবারের লোকজনের উপকার হতো।

নগরীর শিরোইল কলোনী এলাকার বিশাল বলেন, বাজারে যা পেঁয়াজ আছে তা সাধারণ জনগনের জন্য ক্রয়সাধ্য নয়। এর লাগাম টেনে নিচে না নামানো পর্যন্ত মানুষ শান্তি পাবে না। টিসিবি যে কার্যক্রম শুরু করেছে তা উপকারী কিন্তু পরিমান যথাসাধ্য নয়।
বাজারে ক্রেতাদের চাহিদা পুরণে টিসিবি প্রতিদিন সরবরাহ করবে মোট পাঁচ টন পেঁয়াজ। প্রতি পয়েন্টে দেয়া হবে এক টন করে। দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।

টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান, খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে এবং অব্যাহত থাকবে। বিমানযোগে আমদানী করা পেঁয়াজগুলোই বিক্রি করা হবে।

আজ রোববার থেকে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি চলমান থাকবে।

মতিহার বার্তা ডট কম – ২৪ নভেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply