রাজশাহী মতিহারে চায়ের স্টল থেকে তুলে ২০ হাজার টাকা দাবি, না দেওয়ায় গরু চুরির মামলা

রাজশাহী মতিহারে চায়ের স্টল থেকে তুলে ২০ হাজার টাকা দাবি, না দেওয়ায় গরু চুরির মামলা

এসএম বিশাল : চায়ের স্টল থেকে তুলে এনে ২০ হাজার টাকা দাবি না দেওয়ায় গরু চুরির মামলা দিয়ে বিজ্ঞ আদালতে চালান দেওয়ার অভিযোগ উঠেছে মতিহার থানার এসআই সুকান্তর বিরুদ্ধে।

এ বিষয়ে ভুক্তভোগী জব্বারের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে আরএমপি পুলিশ কমিশনার বরাবার একটি অভিযোগ দােিয়র করেছেন। অভিযোগের বরাত দিয়ে জানা যায়, নাজমা বেগমের স্বামী মোঃ আব্দুল জাব্বার(৭০) প্রতিদিনের ন্যায় শ্যামপুর সহিদুল মাষ্টারের মোড়ে গত (৩১জানুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যার সময় চায়ের দোকানে চা পান করছিলেন। এমন সময় মতিহার থানার এসআই শুকান্ত সহ ৪জন সঙ্গীয় ফোর্স মোঃ আব্দুল জাব্বারকে অভিযোগ আছে বলে পুলিশ পিক-আপ তুলে থানায় নিয়ে যায়।

পরে তারা বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ শাহাদত হোসেন খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি এস.আই শুকান্তর সাথে যোগাযোগ করতে বলেন। এস.আই শুকান্তর সাথে কথা বললে তার স্ত্রী নাজমা বেগমের নিকট ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

তার স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার স্বামী মোঃ আব্দুল জাব্বারকে গরু চুরির কথিত অভিযোগে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা করেন ওই এসআইা।

এ বিষয়ে জাব্বারের স্ত্রী বেআইনি কর্মকান্ডের জন্য তদন্ত সাপেক্ষে দায়ি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে, মতিহার থানার এসআই শুকান্ত জানান, গরুর চুরীর ঘটনা সত্য। তবে ২০ হাজার টাকা চাওয়ার বিষয়টি সত্য নহে। 

মতিহার বার্তা ডট কম  ০৫ ফেব্রুয়ারি ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply