শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
রাজশাহী নগরীর মতিহারে ও কাটাখালিতে মাদকের উসিলায় পুলিশের আটক বানিজ্য রমরমা

রাজশাহী নগরীর মতিহারে ও কাটাখালিতে মাদকের উসিলায় পুলিশের আটক বানিজ্য রমরমা

রাজশাহী নগরীর মতিহারে ও কাটাখালিতে মাদকের উসিলায় পুলিশের আটক বানিজ্য রমরমা
ভূক্তভোগী রাকিবের নানী-খালাও মা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর মতিহারে চল্লিশার দাওয়াত খেয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে তিন যুবককে আটক করেছে ডিবি ইন্সপেক্টর খাইরুল ও সঙ্গীয় ফোর্স।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মতিহার থানাধিন মিজানের মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো: নগরীর মতিহার থানাধিন কাজলা এলাকার বাবুলের ছেলে পাপ্পু (২০) একই এলাকার কালামের ছেলে সিহাব (২০) খুলনা থেকে নানীর বাড়িতে বেড়াতে আসা রাকিব (২০)।

পাপ্পুর পিতা বাবুল জানায়, হরিয়ান এলাকার বাসিন্দা ওয়োজেদ ফুপার ছেলে খোরসেদ (৪৫) নামের তার এক ফুপাতো গত ৪০দিন পূর্বে তার মৃত্যু হয়।

শুক্রবার মৃত্যুর ৪০ দিন পূর্তী উপলক্ষে চল্লিশার দাওয়াত ছিলো তাদের। সেই দাওয়াতে এদিন দুপুর ২টায় তার স্ত্রী-ছেলে পাপ্পু ও, পুত্রবধুকে নিয়ে হরিয়ান টিকটিকি পাড়ায় দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে পুলিশ মোটরসাইকেল ধরবে এমন আতঙ্কে রাস্তা পরিবর্তন করে মিজানের মোড় দিয়ে ঘুরে আসার পথে তাদের আটক করে ডিবি ইন্সপেক্টর খাইরুল ও সঙ্গীয় ফোর্স।

রাত ৯টার দিকে রাকিবের নানী শিখা তার নাতিকে ছাড়াতে ছুটে যান মহানগর গোয়েন্দা শাখা ডিবি আফিসে, তিনি বলেন, ডিবি কর্মকর্তার একজন ডিবি পাঠিয়ে তিন জনকে ছাড়ার জন্য ৫০হাজার টাকা দাবি করেন। তারা তা দিতে পাবেনা বলে জানালে ২০ হাজার টাকায় মুক্তি দেয়ার কথা বলেন। ওই ডিবি তাদের আরো বলেন, ২০ হাজার টাকা না পেলে মাদকের মামলা দিয়ে কোর্টে চালান দেবো। তিন মাস পরে জামিন পাবে।

এদিকে স্থানীয়রা জানায়, জাহাটঘাট এলাকার মাদক ব্যবসায়ী মোয়াজ্জেমের ছেলে সজিব, জাব্বার, মহব্বতের ঘাট এলাকার পিন্টু, সাত বাড়িয়া স্কুল মোড় এলাকার জাকা, জামাল, তেল রফিক, পালা। মিজানের মোড় এলাকার মিঠু, রবিউল, আসলাম, কামরুল, মিলন, শহিদ, রুমা, রুনা, চাম্পাসহ প্রায় অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী দিন রাত ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা ও গাঁজার ব্যবসা চালাচ্ছে। অজ্ঞাত কারনে তাদের না ধরে সাধারন মানুষকে আটক করে করোনাভাইরাসের চেয়ে ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে কিছু সংখ্যক পুলিশ বলেও জানান স্থানীয়রা।

দাওয়াত খেয়ে পথে আটক যুবকদের বিষয়ে জানতে চাইলে, ডিবি ইন্সপেক্টর খাইরুল জানান, আমি যাদের ধরেছি তারা সবাই মাল খেয়ে ফিরছিলো। অতএব অফিসে আসেন যাছাইবাছাই করে সিদ্ধান্ত নেবো।

পরে বিষয়টি ডিবি’র ডিসি জানতে পেরে ওই দিনই রাত ১১টার দিকে ডিবি অফিস থেকে ওই তিনজন মুচলেকা নিয়ে মুক্তি দেন।

রাজশাহীর সময় ডট কম২০ মার্চ , ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply