নিজস্ব প্রতিবেদক : মাদকসেবনের অভিযোগে চিকিৎকের কাছে আনা চারজনের বিরুদ্ধে আব্যবস্থাপত্র না দেয়ায় চিকিৎসকের সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক চরণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় এসআই সিরাজ ওই চারজনকে মদ্যপায়ী হিসেবে ব্যবস্থাপত্র দিতে চিকিৎসককে চাপ প্রয়োগ করেন। কিন্তু তাদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মদ্যপায়ী হিসেবে আলামত পাওয়া যায়নি। যার কারণে ওই ব্যক্তিদের মাদকসেবী হিসেবে ব্যবস্থাপত্র দিতে অস্বীকৃতি জানান ডা. মাহফুজ।
এ নিয়ে ডাক্তার মাহফুজের সঙ্গে এসআই সিরাজের কথাকাটাকাটি হয়। পরে এসআই সিরাজ আটককৃত চারজনকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যান।
এরপর ওসি আমাকে বলেন, ‘আপনি পুলিশের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করছেন না’ বলে ফোন কেটে দেন। এরপর এসআই সিরাজ আটককৃতদের সঙ্গে নিয়ে চলে যান। কিছুক্ষণ ফিরে এসে তিনি আমার নাম পদবী মোবাইল নম্বর এবং কততম বিসিএস ব্যাচ তার তথ্য কাগজে লিখে দিতে বলেন। এরপর আমি তা লিখে দেই।
বিষয়টি নিয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা ডা. আকতারুজ্জামান বলেন, চিকিৎসক মাহফুজ প্রাথমিকভাবে ব্যাহ্যিক পরীক্ষা করে কোন আলামত পাননি। তাই তিনি সে বিষয়ে কোন ব্যবস্থাপত্র দেননি। পরে ড. মাহফুজ আমাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। উপজেলা বা জেলা সদরে মদ্যপায়ী শনাক্তের কোন ইকুয়েপমেন্ট নেই। সে হিসেবে আমরা তা পরীক্ষা করতে পারি না।
এ ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার মশিউর রহমান মোবাইলে বলেন, ‘ফার্স্টএইড নিতে গিয়ে ডাক্তারের দেরি দেখে তাড়াতাড়ি আটকৃতদের চিকিৎসা দেয়ার অনুরোধ করা হয়। এসআই দায়িত্বরত চিকিৎসকে বলেন ‘আমরা আবারও মাদক বিরোধী অভিযানে যাব, আপনি এদের দ্রুত চিকিৎসা দেন।’ একপর্যায়ে এই নিয়ে উভয়ের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, এরচেয়ে বেশি কিছু ঘটেনি বলে দাবি করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক বলেন, আমি যেটুকু জানি, পুলিশ কয়েকজন মাদকসেবীকে নিয়ে এসেছিল। তারপর পুলিশ তাদের মাদকসেবী হিসেবে লিখে দিতে বলেছে, এই নিয়ে ইগো প্রবলেম থেকে হয়তো কথা কাটাকাটি হয়েছে, এটা আমার ধারণা। এটা তেমন কিছু বড় বিষয় না।
তিনি আরও বলেন, এ ঘটনার পর আমাকে ওই চিকিৎসক মৌখিকভাবে অভিযোগ করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি। আমি এ বিষয়ে একটি তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটি বিষয়টি দেখবে। সুত্র : যুগান্তর
Leave a Reply
You must be logged in to post a comment.