মতিহার বার্তা ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
নিউইয়র্কে জাতিসঙ্ঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের কাছে পাঠানো এক শোকবার্তায় জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, নির্মম এই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি রইলো গভীর সমবেদনা। সেইসাথে সে ঘটনায় যারা আহত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
জাতিসঙ্ঘ মহাসচিব চিঠিতে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। সেই সাথে তিনি যেকোনো ধরনের সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.