শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
যুগান্তরের সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে রাজশাহীতে প্রতিবাদ সভা

যুগান্তরের সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে রাজশাহীতে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল আইনে দৈনিক যুগান্তরের সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে রাজশাহীতে প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, অনুসন্ধানী সাংবাদিকতা না থাকলে গণতন্ত্র এগোবে না।

সরকারও যথাযথভাবে উন্নয়নমূলক কাজ করতে পারবে না। সরকারের ছত্রছায়ায় যারা থাকেন, তারাই বেশি দুর্নীতি করেন। আর এসব রাঘব বোয়ালদের দুর্নীতি প্রকাশ পেলেই সাংবাদিকরা তাদের রোষানলে পড়েন। ফলে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে ডিজিটাল আইন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং দেশকে এগিয়ে নিতে হলে এ কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে।

আজ রোববার বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক সমাজ, রাজশাহী’র ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।

যুগান্তর রাজশাহী ব্যুরোর রিপোর্টার এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, এ কালো আইনের মাধ্যমে সাংবাদিকদের কলম বন্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এর ফলে দেশ পিছিয়ে যাচ্ছে। তাই দেশ ও জাতির স্বার্থে এ কালো আইন বাতিল করে সুষ্ঠু সাংবাদিকতার পথ সুগম করতে হবে।

সভায় আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন অর রশিদ, মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, আরইউজের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান টুকু, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিন বক্তব্য দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক খোলা কাগজ পত্রিকার রাজশাহী ফটো সাংবাদিক এ. শামীম, নতুন প্রভাত এর গুলবার আলী জুয়েল, আমাদের রাজশাহীর মোঃ সোহাগ আলী, যুগান্তরের আজম খান সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশত সাংবাদিক।

প্রতিবাদ সভায় গ্রেফতারকৃত কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরের অবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা।

মতিহার বার্তা ডট কম ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply