নিজেস্ব প্রতিবেদক : মুর্শিদাবাদের সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, রাতের অন্ধকারে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বইরাঘাট বিওপি ক্যাম্প এলাকায় সীমান্ত দিয়ে গরু পাচার চলছিল ৷ সেই সময়ে বিএসএফ-এর ৭৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা বাঁধা দিতে গেলে ওই পাচারকারী আক্রমণ করতে আসে।
এরপরই তাঁদের পক্ষ থেকে গুলি চালানো হয়। গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পাচারকারীর। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
গত ১৭ ফেব্রুয়ারির রাতে মহলদার পাড়ায় বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছিল এক বাংলাদেশীর। তারপর আবারও এই ঘটনা। আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে বিএসএফ-এর এত তৎপরতা সত্ত্বেও মুর্শিদাবাদের সীমান্তে গরু পাচারের চেষ্টা কিভাবে চলছে।
মতিহার বার্তা ডট কম ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.