শিরোনাম :
১০০ কোটি ডলার খরচ করে মহাকাশকেন্দ্র ধ্বংস করছে নাসা! নেপথ্যে কোন ‘বিশেষ’ পরিকল্পনা? চিনকে রুখতে প্রশান্ত মহাসাগরে ‘ক্ষেপণাস্ত্র প্রাচীর’ তৈরি করছে আমেরিকা, সঙ্গে থাকছে কোন কোন দেশ? পেশায় মডেল, কিন্তু মানুষ নয়, মাসে রোজগার ১০ লক্ষ টাকা, সুন্দরীকে ঘিরে বাড়ছে রহস্য পবিত্র মসজিদ-ই-নববীতে অর্ধকোটির বেশি মুসল্লি হাজার বছরে পবিত্র মসজিদুল আকসার সংস্কার কার্যক্রম সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৮১২৫ টাকা অস্ট্রেলিয়ার বাড়ি বিক্রি করে দিচ্ছেন পাকিস্তানের বিশ্বজয়ী ক্রিকেট দলের অন্যতম নায়ক ফেলের ভয়ে আত্মহত্যা, ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থী নাটোর পল্লী বিদ্যুৎ : ২০২২-২৩ অর্থবছরে ৪৩ কোটি টাকা লোকসান ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
পাক হামলার আশংকায় খালি করা হচ্ছে ভারতের অধিকাংশ বিমানবন্দর

পাক হামলার আশংকায় খালি করা হচ্ছে ভারতের অধিকাংশ বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক :যুদ্ধের আবহে দেশের একের পর এক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ লেহ্, জ্মমু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, ধর্মশালা, চন্ডীগড়, দেরাদুনে উড়ান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

নিরাপত্তা ব্যবস্থা সেই সঙ্গে কয়েকগুণ বাড়িয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷

অমৃসর এযারপোর্ট ডিরেক্টর এপি আচার্য্য় সংবাদ সংস্থা এএনআই-কে জানান, এই মুহূর্তে নিরাপত্তার কারণে অমৃতসরের কমার্সিয়াল বিমানের আসা-যাওয়া বন্ধ রাখা হয়েছে৷

প্রসঙ্গত, বুধবার সকালেই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে একটি পাক বিমান ৷ তবে যাওয়ার আগে পুঞ্চ, রাজৌরি সহ কয়েকটি স্থানে বোমা বর্ষণ করে এই পাক বিমান৷ এদিকে দেশবাশী আশংকা করছেন যে কোন সময় পাক বায়ু সেনা হামলা চালাতে পারে।অতএব  অধিকাংশ বিমানবন্দর গুলোকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

তবে তাতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ভারতের৷ এএনআই সংবাদ সূত্রে খবর, পাক যুদ্ধ বিমান F-16-কে নৌসেরা সেক্টরের লামবেইলীতে গুলি করে নামানো হয়৷

এই ঘটনার পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ডেকে পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রকে৷ আলোচনার জন্য ডাকা হয় সব আধাসেনা বাহিনীর ডিজিদের৷ এরপরেই এখনও পর্যন্ত ভারতের ১০টি বিমানবন্দর বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে৷ জারি হাই অ্যালার্ট৷

মঙ্গলবার বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের পরই দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও কঠিন হয়।

সীমান্তে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। তাই ভারতে বেশ কয়েকটি বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও। তারাও বেশ কয়েকটি বিমানবন্দরে উড়ান বন্ধ রাখছে বলে খবর।

মতিহার বার্তা ডট কম ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply