প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সহযোগী হিসেবে কাজ করবে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ : দূর্জয়

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সহযোগী হিসেবে কাজ করবে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ : দূর্জয়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. আসাদুজ্জামান দূর্জয় বলেছেন, আগামীতে ডিজিটাল সোনার বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে যাবে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ।

দীর্ঘ ১২ বছরে আমাদের এই সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বিভিন্ন সময়ে বিভিন্ন অবদান রেখেছে ভবিসৎতেও রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

আজ শুক্রবার সকালে রাজশাহী নগরীর কুমারপাড়াস্থ মহানগর আ’লীগের দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. আসাদুজ্জামান দূর্জয় ।

নগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সাইমুন হাসান রনকের সভাপত্বিতে আয়োজিত কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খন্দকার সাখাওয়াত হোসেন।

নগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি মোঃ হারুন রশীদের সঞ্চালনায় আয়োজিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলমঙ্গীর খন্দকার, দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক ডা. মোঃ লুৎফর রহমান, নগরের সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল আওয়াল লিটন, সাধারণ সম্পাদক সজীব কুমার দাশ, সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর মোঃ ফজলুল বারী প্রমূখ।

এছাড়াও সভায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতিহার বার্তা ডট কম – ০১ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply