শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
লালপুরে জোর পুর্বক জামি দখল করে ঘর নির্মানের অভিযোগ

লালপুরে জোর পুর্বক জামি দখল করে ঘর নির্মানের অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক : নাটোরের বাগাতিপাড়া উপজেলা সংলগ্ন লালপুর উপজেলার সালামপুর গ্রামে জোরপুর্বক জমি দখল করে ঘর নির্মানের চেষ্টার অভিযোগ পাওয়াগেছে।

এঘটনায় আব্দুলপুর পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেছে একই গ্রামের মৃত ডুমন আলীর ছেলে ভুক্তভুগি জেহের আলী।

লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, ছালমপুর গ্রামের ডুমন আলী ১৯৭১ সালে ক্রয় সুত্রে জমির মালিক হয়ে সালামপুর মৌজার ১২ শতাংশের কাত ০৬ শতাংশ জমি ভোগ দখলে আছে।

অপর দিকে সালামপুর গ্রামের হাঁরু খাঁ এর ছেলে লতিব উদ্দিন একই দাগের উত্তর আংশে ক্রয় সুত্রে তিন শতাংশ জমিতে বাড়ি নির্মান করে প্রায় ৬ বছর ধরে বসবাস করে আসছে।

হঠাৎ গত ২৯ জানুয়ারী জমির পশ্চিমাংশে রাস্তা সংলগ পুনরায় তিন শতাংশ জমি দখলের চেষ্টা করে।

বিষয়টি স্থানীয় ভাবে শালিশের মাধ্যমে কিছুদিন থেমে থাকলেও পুনরায় জোরপুর্বক ঘর নির্মানের চেষ্টা অব্যাহত রেখেছে লতিব উদ্দিন ওতার লোকজন ।

এতে বাধাঁ নিষেধ করলে লতিব উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন ভয়ভিতি প্রদানের অভিযোগ করেন জেহের আলী।

এব্যাপারে লতিব উদ্দিনের কাছে জানতে চাইলে, তিনি এব্যাপারে কোন কিছু বলতে রাজি হননি।

অপর দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে আব্দুলপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আকবর আলী বলেন, জেহের আলীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে জমির কাগজ পত্র নিয়ে ফাঁড়িতে ডাকা হয়।

কিন্তু লতিব উদ্দিন উপস্থিত না হওয়াই জেহের আলীকে আদালতের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

মতিহার বার্তা ডট কম ০১ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply