শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
দেশে ফিরে অগ্নিপরীক্ষার মুখে বায়ুসেনা অভিনন্দন

দেশে ফিরে অগ্নিপরীক্ষার মুখে বায়ুসেনা অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক : ৫৫ ঘণ্টার লড়াই শেষ৷ ঘরের ছেলে ফিরে এলেন ঘরে৷ তবে এই যুদ্ধ এখানেই শেষ নয়৷ দেশে ফিরেও এক অন্য পরীক্ষার মুখে বসতে হবে তাঁকে৷ ঠিক যেন রাবণের লঙ্কাপুরী থেকে ফিরে অগ্নিপরীক্ষার মুখে পড়তে হয়েছিল সীতাকে৷

তাঁর সাহসিকতা এখন লোকের মুখে মুখে৷ তিনি উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ যিনি শত্রুর পাক জমিনে হামলা করতে গিয়ে পাক সেনার হাতে বন্দি হন৷ পাক সেনা তাঁকে নিজেদের হেফাজতে নেয়৷ শুরু হয় অভিনন্দনের অন্য লড়াই৷ এই লড়াই কখন থামবে জানতেনও না তিনি নিজেও৷ তবুও ভেঙে পড়েননি৷ প্রতিকূল পরিস্থিতিতেও সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি।

এবার দেশে ফিরে অগ্নিপরীক্ষার মুখে অভিনন্দন৷ দু’দিনের বেশি সময় শত্রুদের সঙ্গে ও তাদের মাঝে কাটিয়ে এসেছেন তিনি৷ যেহেতু অভিনন্দন যুদ্ধবন্দি ছিলেন সেহেতু বায়ুসেনার নিয়ম অনুযায়ী তাঁকে কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে৷ কি সেই পরীক্ষা জেনে নেওয়া যাক৷

প্রথমেই তাঁকে নিয়ে যাওয়া হবে ভারতীয় বায়ুসেনার ইনটেলিজেন্স ইউনিটের কাছে৷
এরপর কিছু মেডিক্যাল ও ফিটনেস পরীক্ষা করা হবে তাঁর৷
পুরো শরীরের স্ক্যানিং হবে৷ অনেক সময় যুদ্ধবন্দি সেনা অফিসারদের শরীরে মাইক্রোচিপ ঢুকিয়ে দেওয়া হয়৷ সেই চিপের মাধ্যমে সেই দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদায় করে শত্রু দেশ৷ তাই এই স্ক্যানিং খুব জরুরি৷
বায়ুসেনার এই উইং কমান্ডারকে সাইকোলজিক্যাল পরীক্ষাও দিতে হবে৷ বন্দি থাকাকালীন অনেক ট্রমা ও মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে৷ তাঁর মুখ থেকে তথ্য আদায় করতে অনেক নৃশংস পন্থা অবলম্বন করতে পারে পাকিস্তান৷ তাই এই পরীক্ষা অত্যন্ত জরুরি৷
বায়ুসেনার অফিসারকে র বা আইবির আধিকারিকদের জেরার মুখে পড়তে হতে পারে৷ সাধারণত বায়ুসেনার আধিকারিকদের গুপ্তচর বা কোনও কেন্দ্রীয় সংস্থা জেরা করতে পারে না৷ কিন্তু অভিনন্দনের কেসটি আলাদা৷ তিনি পাকিস্তানে দু’দিনের বেশি সময় ছিলেন৷
সবচেয়ে কঠিন পরীক্ষা- নিজের অফিসারদের অগ্নিপরীক্ষা দিতে হবে অভিনন্দনকে৷ অফিসারদের কাছে নিজের বিশ্বস্ততার প্রমাণ দিতে হবে৷ তাঁকে প্রমাণ দিতে হবে তিনি এখনও ভারতীয় বায়ুসেনার একজন বীর অফিসার৷ ছলে বলে ভয় দেখিয়ে পাকিস্তান তাঁকে চর বানাতে পারেনি৷

বায়ুসেনার এক অফিসার জানিয়েছে, এর কোনও একটি পরীক্ষায় ফেল করলে ককপিটে আর বসা হবে না উইং কমান্ডারের৷ তাঁকে ডেস্কের কাজে বসিয়ে দেওয়া হতে পারে৷ তবে এখনই এই সব বলার সময় আসেনি৷

বায়ুসেনা আশাবাদী যেরকম সাহসের পরিচয় দিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ জয় করে দেশে ফিরেছেন সেই একই ভাবে এই পরীক্ষাগুলিতেও সসম্মানে পাশ করে যাবেন৷

মতিহার বার্তা ডট কম ০১ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply