আন্তর্জাতিক ডেস্ক : রাত নটা বেজে ২০ মিনিট৷ আত্তারি-ওয়াঘা সীমান্তে এলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ ভারতের হাতে অভিনন্দনকে তুলে দিতে কিছুক্ষণের জন্য খোলা হয় ওয়াঘার গেট৷ সেই গেট দিয়ে ৫৫ ঘণ্টা পর দেশের মাটিতে পা রাখেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷
এরপরই ভারতীয় বায়ুসেনা অভিনন্দনকে ঘিরে ছোট বলয় তৈরি করে৷ সেই বলয়ে এক মহিলার উপস্থিতি সবার চোখে পড়ে৷ লাল চুড়িদার ও পায়জামা পড়া সেই মহিলা অভিনন্দনের পাশেই দাঁড়ান৷ মাঝে তাঁকে বায়ুসেনার এক অফিসারের সঙ্গে ফিসফিস করে কথা বলতে দেখা যায়৷
এরপরই অভিনন্দনের পাশে দাঁড়ানো এই মহিলার পরিচয় জানার জন্য তৈরি হয় কৌতুহল৷ কেউ কেউ ওই মহিলাকে অভিনন্দনের স্ত্রী ভেবে বসেন৷ কিন্তু ভুল ভাঙে কিছুক্ষণ পর৷ ওই মহিলা অভিনন্দনের স্ত্রী নন৷ না তো তিনি উইং কমান্ডারের পরিবারের সদস্য৷ তাঁর নাম ডঃ ফারিহা বুগতি৷ তিনি পাকিস্তানের ফরেন অফিসে কর্মরতা৷
তাঁর সম্পর্কে যতটুকু তথ্য পাওয়া গিয়েছে তা হল তিনি একজন এফএসপি৷ পদমর্যাদায় ইন্ডিয়ান ফরেন সার্ভিসের সমান৷ বিদেশের মাটিতে ভারত সংক্রান্ত কেসগুলি তিনি দেখভাল করেন৷ পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় কুলভূষণ যাদবের কেসটি তিনি দেখছেন৷ পাকিস্তানের অভিযোগ, যাদব আসলে ভারতের চর৷ গত বছর ইসলামাবাদে কুলভূষণ যাদবের সঙ্গে যখন তাঁর মা ও স্ত্রী দেখা করতে গিয়েছিল সেই সাক্ষাতকারের সময় উপস্থিত ছিলেন ডঃ বুগতি৷
মতিহার বার্তা ডট কম ০২ মার্চ ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.