রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন জেলা ও দায়রা জজ

রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন জেলা ও দায়রা জজ

নিজস্ব প্রতিবেদক : জেলা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন রাজশাহীর জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। আজ মঙ্গলবার বিকেলে জেল কোড বিধি-৫৫ মোতাবেক নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে তিনি কারাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন। কারাগারের খাবারের মান ও কারা অভ্যন্তরের কয়েদিদের সুবিধা-অসুবিধাসহ নানা বিষয়ে খোঁজ-খবর নেন। বিনাবিচারে দীর্ঘদিন ধরে বন্দী হাজতবাসীদের সাথেও তাদের সমস্যার বিষয়ে কথা বলেন।

এছাড়া, রাজবন্দী হিসেবে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বন্দী থাকাবস্থায় কারাগারের সেলও পরিদর্শন করেন তিনি।

এসময় রাজশাহীর ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী, নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজ ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মো: আবু সাঈদ শুভ ও সিনিয়র জেল সুপার হালিমা খাতুনসহ উপস্থিত ছিলেন।

মতিহার বার্তা ডট কম ০৫ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply