আন্তর্জাতিক ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার দেশদ্রোহী বলে আক্রমণ করলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, “দেশে থেকেও দেশবিরোধী কথা বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বিপদের দিনে তিনি নিজের দেশের পাশে না দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন করছেন। তিনি দেশের সেনাবাহিনীকে বিশ্বাস না করে পাকিস্তানের প্রধানমন্ত্রী, সংবাদমাধ্যমকে বিশ্বাস করছেন। আর তাই পাকিস্তানের চ্যানেলগুলিতেও তাঁর প্রশংসা করা হচ্ছে। তৃণমূলের প্রশংসা করা হচ্ছে।”
রবিবার রাজ্যজুড়ে বিজেপির বাইক র্যালি কর্মসূচী ছিল৷ হাওড়া শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে একাধিক মিছিলের আয়োজন করা হয়।সেই কর্মসূচীতে যোগ দিয়েই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন লকেট৷ বলেন, নরেন্দ্র মোদীর হাত শক্ত করে দেশের মানুষ উন্নত ভারতের স্বপ্ন দেখছেন৷ আর তাতেই ভয় পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
শনিবার এই একই কথা বলেছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়৷ তিনিই প্রথম নিজের টুইটারে একটি তথ্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন৷ট্যুইটারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় বালাকোটে ভারতীয় বায়ু সেনার এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ পাকিস্তান সেই মন্তব্যকে তুলে ধরে বলছে দেশের এক মুখ্যমন্ত্রীই জানাচ্ছে এইরকম কিছু হয়নি৷বিষয়টিকে অত্যন্ত লজ্জাজনক বলেই লেখেন তিনি৷ এমনকি বাংলার এই সাংসদ মনে করেন, মুখ্যমন্ত্রীর মন্তব্য জাতির প্রতি অসম্মানের৷
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এয়ার স্ট্রাইক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় যে অস্ত্র দিয়ে মোদী সরকারকে আক্রমণ করতে গিয়েছিলেন সেই অস্ত্রেই তাঁকে ঘায়েল করতে চাইছে বিজেপি৷সুত্র:কলকাতা২৪/৭
মতিহার বার্তা ডট কম ০৭ মার্চ ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.