শিরোনাম :
প্রেমিকার বাড়ির সামনে বিষপানে প্রেমিকের মৃত্যু; বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ‘শাড়ি ক্যানসার’ কেন হয়? তার উপসর্গই বা কী? জানালেন চিকিৎসক ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, তবে মানতে হবে কিছু নিয়ম মল্লিকার সঙ্গে চুমু বিতর্ক, মুখ দেখাদেখি বন্ধ কুড়ি বছর, সাক্ষাৎ পেয়ে কী করলেন ইমরান? ক্যাটরিনার জন্যই সলমনের সঙ্গে সম্পর্কে দূরত্ব, ইদে স্বামীকে নিয়ে ভাইজানের বাড়িতে আলিয়া! রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬ ১৬ মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে যান মা, না খেয়ে, জল না পেয়ে মৃত্যু! সাজা যাবজ্জীবন রাজশাহীতে ট্রাকে টোল আদায়ের নামে চাঁদাবাজি, আটক ২ পুঠিয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার ৩ ঈদের সাথে যুক্ত হওয়া নববর্ষের উচ্ছ্বাসে বিনোদন স্পট পরিপূর্ণ
অজুফার রচিত বাবার স্বপ্ন

অজুফার রচিত বাবার স্বপ্ন

কবি অজুফা খাতুন:হাসনা হেনার ঘ্রানে যেমন মনটা ভরে যায়,আজ হাসিনার সুবাস যেন তেমনি ছড়ায়।হাসনা হেনা দেখা নাহি যায়, রাতের অন্ধকারে তবুও সে গন্ধ বিলায় সবার অগচরে।

সারা রাত জেগে জেগে গন্ধ বিলায়,ঘ্রানে তার সবাই যেন মুগ্ধ হয়ে যায়। এমনি করে কাটে দিন মাস ও বৎসর, যুগের চক্রে মাঝখানে সব হলো বেখবর। কান্ডসহ উপড়ে গেলো গাছ ,হয়ে গেলো এ কোন সর্বনাশ।

শাখা আর প্রশাখা প্রায় সবি হলো শেষ ,এমনি অবস্থায় দুটি শাখা রইলো শুধু কোথায় নিরুদ্দেশ।সেথা সকলের অগচরে বড় হতে থাকে দেশের মায়ায় তারা পুর্নঃ ফিরে অসে।

বাস্তবায়ন করতে চায় বাবার স্বপ্ন, তাই স্বদা ভাবতে থাকে কি করি এখন বাবার কথাই ছিলো মেয়ের বড় আক্ষেপ ,তাই দেশ গঠনের কাজে তিনি নিলেন পদক্ষেপ। জাতির পিতার স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়া উদ্দ্যেগে তার হবেনা কেহ কভু দিশেহারা।

বাবার স্বপ্ন বাস্তবায়ন এইতো মেয়ের পন,হবে সুন্দর দেশ গঠন, আলোয় আলোয়  ভরে দেবে বাংলার প্রতি ঘর সুশিক্ষায় ভরে দেবে সকলের অন্তর।অনাহারে অবহেলায় থাকবে না আর কেউ, বুক ফুলিয়ে চলবে সবাই বইবে সুখের ঢেউ ।

বিশ্বের কাছে প্রশংসিত হবে বাংলাদেশ,গর্ব নিয়ে বাচবে বাংলা রইবেনা আর ক্লেশ ।পিতার স্বপ্ন বাস্তবায়ন করছে এমন মেয়ে,হাসনা হেনার ঘ্রানে দেশ গেছে এখন ছেয়ে,বাংলা এখন স্থান পেয়েছে বিশ্বের দরবারে।

তাই সে গৌরবান্বিত সকলের অন্তরে।দলাদলি,সেতো আছে সব জায়গায় থকবেও তাই নয়লে কি আর ভালো মন্দের বিচার করা যায়।

কবি অজুফা খাতুন শিরোইল কলোনী মোবাইল ০১৭৪৭-২০২৩৮৯

মতিহার বার্তা ডট কম ০৯ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply