বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ প্রবাসী আটক

বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ প্রবাসী আটক

বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ প্রবাসী আটক
বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ প্রবাসী আটক

অনলাইন ডেস্ক: অবৈধভাবে স্বর্ণ এনে আটক হয়েছেন জয়নাল আবেদিন নামের এক সৌদি প্রবাসী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ব্যাগেজ স্ক্যানিং করলে একটি চার্জার লাইট, খেলনা ও ফ্লাক্সের ভেতর থেকে দুই কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করে কাস্টমসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা। জব্দ সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

শনিবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ টিম) মোহাম্মদ আব্দুস সাদেক।

তিনি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। শনিবার দুপুর দেড়টার দিকে সৌদি আরব থেকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে আসেন যাত্রী জয়নাল আবেদিন।

তিনি আরও জানান, গ্রিন চ্যানেল অতিক্রমের সময় নিজের সঙ্গে কোনো সোনার বার বা অলঙ্কার নেই বলে জানান তিনি। পরে তার ব্যাগেজ স্ক্যানিং করলে একটি চার্জার লাইট, খেলনা ও ফ্লাক্সের ভেতর থেকে দুই কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার হয়। জব্দ সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

এ ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply