শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
বিএমডিএর নতুন নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশিদ

বিএমডিএর নতুন নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশিদ

বিএমডিএর নতুন নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশিদ
বিএমডিএর নতুন নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশিদ

অনলাইন ডেস্ক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন নির্বাহী পরিচালকের (ইডি) দায়িত্ব পেলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রশিদ।

রোববার কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১ এর উপ-সচিব মীনাক্ষী বর্মন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।

আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

এর আগে ১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিএমডিএর ‘বিতর্কিত’ নির্বাহী পরিচালক শ্যাম কিশোর রায়কে বদলি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের দায়িত্ব দেয়া হয়। তারপরও তিনি বহাল তবিয়তে বিএমডিএর ইডির দায়িত্ব পালন করে আসছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সদ্যবিদায়ী ইডি শ্যাম কিশোর রায়ের অপসারণ চেয়ে দীর্ঘদিন থেকেই নানা আন্দোলন কর্মসূচি পালন করছে আসছিলেন বিএমডি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সদস্যগরা। তারই অংশ হিসেবে ৩ মে সোমবার ইডি শ্যাম কিশোর রায়ের দ্রুত অপসারণ দাবিতে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছিল। এর আগেই রোববার কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-০১ থেকে প্রকৌশলী মো. আব্দুর রশিদকে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দেয়ায় এই কর্মসূচি তারা প্রত্যাহার করে নেয়।

বিএমডিএ নতুন ইডি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদের আহ্বায়ক প্রকৌশলী নাজমুল হুদা ও সদস্য সচিব প্রকৌশলী মেসবাউল হক।

তাদের ভাষ্যমতে, সদ্যবিদায়ী ইডি শ্যাম কিশোর রায় উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নের একমাত্র প্রতিষ্ঠান বিএমডিএর যে ক্ষতি করেছে তা বলার মতো নয়। তার অনিয়ম-দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার কারণে বিএমডির কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের অধিকাংশ সদস্য তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তার বিদায়ে আমরা আনন্দিত। নতুন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. আব্দুর রশিদের কাছে বিএমডিএর উন্নয়নমুখী কার্যক্রম প্রত্যাশী।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply