শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
রাজশাহীর পঞ্চবটিতে মাদকের রমরমা ব্যবসা

রাজশাহীর পঞ্চবটিতে মাদকের রমরমা ব্যবসা

রাজশাহীতে মাদক কারবারিদের সহযোগী ও নানা অপকর্মের হোতা পঞ্চবটির মামুন
বা থেকে মাদক কারবারি মুন্নি তার স্বামী জনি ও ফজলু

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পঞ্চবটিতে মাদকের রমরমা ব্যবসা।

অভিযোগ উঠেছে, পঞ্চবটি এলাকার নবীর মেয়ে একাধিক মাদক মামলার আসামী ফুচো ও কাননী। আর নজুর মেয়ে মুন্নি। এসকল মাদক কারবারীদের সহযোগী মুন্নির স্বামী জনিসহ ৫/৬ জন রয়েছে। এছাড়াও খরবোনা এলাকার মাদক কারবারি ফজলু বহাল তবিয়্যতে চুটিয়ে চালিয়ে যাচ্ছে মাদক কারবার।

স্থানীয়রা জানায়, মাদক কারবারীদের মাদক ব্যবসা বন্ধের জন্য স্থানীয়রা প্রতিবাদ করলে তারা বোয়ালিয়া থানার এসআই উত্তমকে দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। বস্তবেও ঘটেছে তাই। মুন্নি উত্তমকে ফোন দিলেই রাত যতই হোক পঞ্চবটি এলাকায় হাজির হন এসআই উত্তম। এর আগে মাদক কারবার বন্ধের জন্য প্রতিবাদ করায় মো. সজল শেখ জীবন নামের এক যুবককে ধরে নিয়ে যায় উত্তম। পরে তাকে ছিনতাই মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। ওই যুবক একজন ব্যবসায়ী। তার পঞ্চবটি এলাকায় ভাই-বোন কনফেকশনারী এবং জন গ্যাস বিতান নামের একটি হোম সার্ভিসের ব্যবসা রয়েছে।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, একাধিক মাদক মামলার আসামী ফুচো ও কাননী। আর নজুর মেয়ে মুন্নি দিন রাত ২৪ ঘন্টাই চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা কারবার। বিক্রি করে গাঁজা, হেরোইন ও মরননেশা ইয়াবা ট্যাবলেট।

মাদকের কারবার টিকিয়ে রাখতে ছাগল কেটে দাওয়াত খাওয়ায় এসআই উত্তম ও তার সহকর্মীদের।

জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার এসআই উত্তম বলেন, আমি পঞ্চবটি এলাকার কোন মাদক কারবারীদের সহযোগীতা করিনা। এছাড়া সকল অভিযোগ অস্বিকার করেন তিনি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply