শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
পুঠিয়ায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পা হারালো ব্যবসায়ী

পুঠিয়ায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পা হারালো ব্যবসায়ী

পুঠিয়ায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পা হারালো ব্যবসায়ী
পুঠিয়ায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পা হারালো ব্যবসায়ী

পুঠিয়া প্রতিনিধি: মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরে আসছিলেন ফার্মেসী ব্যবসায়ী নীহারঞ্জন সরকার মিন্টু (৩২)। পথে ধানবাহী ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে পায়ে ও মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন মিন্টু। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জরুরী ভিত্তিতে তাকে রামেক হাসপাতালে প্রেরণ করে। গত

গতকাল শুক্রবার (৭ মে) দুপুরে পুঠিয়া আড়ানী সড়কে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রলির চালককে পুলিশ আটক করলেও পরিবারের কারো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। আহত নীহারঞ্জন সরকার মিন্টু (৩২) পুঠিয়া পৌর এলাকার কৃষ্ণপুর মহল্লার নিতাই চন্দ্র সরকারের ছেলে। সে একজন ফার্মেসী ব্যবসায়ী। বর্তমানে সে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, দুপুরে মিন্টু মোটরসাইকেল নিয়ে তার দোকানের ওষুধ কিনতে উপজেলা সদরে আসছিলো৷ পথে বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পুঠিয়া থেকে আড়ানীগামী একটি ধান বোঝাই ট্রলির সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে মিন্টুর মাথা ও ডান পায়ে আঘাত পেয়ে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়।

পরিবার জানায়, ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানিয়েছে গুরুতর আঘাত পাওয়ায় মিন্টু ডান পা অকেজো হয়ে গেছে তার পা কেটে ফেলতে হতে পারে।

এব্যপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, খবর পেয়ে ট্রলি চালককে আটক করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply