রাজশাহীতে মুষলধারে বৃষ্টি : জনজিবনে স্বস্তি

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি : জনজিবনে স্বস্তি

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি : জনজিবনে স্বস্তি
রাজশাহীতে মুষলধারে বৃষ্টি : জনজিবনে স্বস্তি

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বৃষ্টির পূর্বাভাস টানা কয়েকদিন ধরেই আসছে। কিন্তু বৃষ্টির দেখা নেই!

অবশেষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুষলধারে বৃষ্টি নেমেছে। পরে দুপুর দেড় টায় একটু থেমে আবারও শুরু হয় বৃষ্টি এবং থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এই বৃষ্টিতে জন জিবনে স্বস্তি নেমে এসেছে। শিতল আবহাওয়া ও ঠান্ড বাতাসে এখন রাজশাহীতে।

তবে বৃষ্টিতে মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ।

মঙ্গলবার সকাল থেকেই ভ্যাপসা গরম ছিলো রাজশাহী। বেলা বাড়ার সাথে সাথে ১১টার পর থেকে আকাশে মেঘ দেখা যায়। শুরু হয় বাতাস। সেই সাথে শুরু হয় পদ্মাপাড়ের এই জনপদে দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি। বিকাল পর্যন্ত দমকা হাওয়া আর মেঘের গর্জনে চলছিল।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মো. রেজাওয়ানুল হক বলেন, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠেছে। যার প্রভাবে দেশের অনেক জেলাতেই বৃষ্টিপাত হচ্ছে বা হবে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়েছে। এর প্রভাবে রাজশাহীতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply