শিরোনাম :
তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন লজ্জা ঢাকতে শেষমেশ গদি জড়িয়ে ছুটলেন উরফি! ভিডিয়ো ফাঁস হতেই চার দিকে শুরু শোরগোল কাফতান পরা মানেই কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর? প্রশ্ন তুললেন পরিণীতি চোপড়া অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করে শ্রেণি বৈষম্য করেছে রাবি প্রশাসন! তানোর ইউএনও’র বিরুদ্ধে শিক্ষকের মামলা, তোলপাড় তরুণী সন্ধ্যা রানী হত্যাকান্ডের রহস্য উন্মোচন; সৎ ভাই ও তার বন্ধু গ্রেফতার রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল- ২০২৪ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ মহানগরীর ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়
রাজশাহী উপজেলায় আটটিতেই জয়ী নৌকা প্রার্থীরা

রাজশাহী উপজেলায় আটটিতেই জয়ী নৌকা প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী উপজেলা নির্বাচনে আটটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন । প্রথম ধাপে উপজেলা নির্বাচনে রাজশাহীতে রোববার সকালে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল চারটায় । বেসরকারি ফলাফলে এ বিষয়ে জানা গেছে।

দুর্গাপুরে বিজয়ী হয়েছেন নজরুল ইসলাম, পুঠিয়ায় জিএম হীরা বাচ্চু, গোদাগাড়ীতে জাহাঙ্গীর আলম, বাগমারায় অনিল কুমার সরকার, চারঘাটে ফকরুল ইসলাম এবং তানোরে বিজয়ী হয়েছেন লুৎফর হায়দার রশিদ ময়না।

এছাড়াও জেলার বাঘায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লায়েব উদ্দিন লাভলু ও মোহনপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম।

দুর্গাপুরে নৌকা প্রতীকে নজরুল ইসলাম ভোট পেয়েছেন ৩৫ হাজার ৮০৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ সরদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫৪৯ ভোট। এতে ৭ হাজার ২৫৭ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীকে নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন।

গোদাগাড়ীতে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪৮ হাজার ৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী মো. বদিউজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২১ ভোট।

বাগমারায় আওয়ামী লীগের প্রার্থী অনীল কুমার সরকা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবুল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৩৪ ভোট।

এদিকে তানোরে আওয়ামী লীগের লুৎফর হায়দার রশীদ ময়না নৌকা প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ২২ ভোট। মাত্র ৩৫৪ ভোট কম পেয়ে ময়নার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী শরিফুল ইসলাম হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৬৬ ভোট।

চারঘাটে নৌকার প্রার্থী ফকরুল ইসলাম পেয়েছেন ৫১ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী টিপু সুলতান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪০১ ভোট।

পুঠিয়ায় নৌকার প্রার্থী জিএম হিরা বাচ্চু পেয়েছেন ৩৯ হাজার ৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির অধ্যাপক আনসার আলী লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪৩ ভোট।

সবমিলিয়ে নয়টি উপজেলার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত আটটিতেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হলেন। পবা উপজেলায় আগেই নির্বাচন স্থগিত করা হয়।

মতিহার বার্তা ডট কম- ১০  মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply