মতিহার বার্তা ডেস্ক :জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়্যা সোমবার বিকেল ৫টায় মাদরাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল ১১টায় সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।
মুফতি আবুল কালাম যাকারিয়্যা দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীর ছিলেন। তিনি দাওয়াতুল হকের কেন্দ্রীয় আমীর ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসানের অন্যতম খলিফা।
মুফতি আবুল কালাম জাকারিয়ার জন্ম সুনামগঞ্জ জেলায়। পড়ালেখা করেন দরগাহ মাদরাসায়। তিনি সিলেট শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও আম্বররখানা জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তিনি খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. এর জামাতা। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
রাজশাহীর সময় ডট কম – ১১ মার্চ ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.