আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে এসপি-বিএসপি-আরএলডির জোট এবং কংগ্রেসের শক্ত ঘাঁটির কারণে বিজেপির সমস্যা বেড়ে গিয়েছে৷ বিজেপি গত ২০১৪ সালে এই রাজ্যে ৮০র মধ্যে ৭১টি আসনে জিতেছিল৷ এই ফলাফল আরও একবার ধরে রাখতে চাইছে বিজেপি৷
তবে এই ফলাফল ধরে রাখা প্রায় অসম্ভব বলে মনে করছে রাজনৈতিক মহল৷ পাশাপাশি টিকিট না পাওয়ার বিদ্রোহীদের নিয়েও চাপে আছে বিজেপি৷ এমন কয়েকটি আসন রয়েছে যেগুলিতে ২০১৪ সালে খুব সহজে জয় লাভ করেছে তবে ২০১৯ সালে সেই আসনগুলি পাওয়া বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে৷
এসপি-বিএসপির জোটে আরএলডির সামিল হওয়ায় বিজেপির জন্য সমস্যার কারণ হয়ে উঠেছে৷ এই জোটের ফলে বাগপত আসনটি ধরে রাখা বিজেপির পক্ষে কঠিন হয়ে উঠেছে৷ বিজেপিকে এলাহাবাদ আসনটি পেতে সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে৷ এসপির রেবতী রমন সিং ২০০৯ সালে এই আসন জয় করে৷ তবে ২০১৪ সালে তাকে হারিয়ে বিজেপির শ্যামা চরণ গুপ্ত এই আসনটি বিজেপির দখলে আনে৷
বিজেপির বাগী সাবিত্রী বাই ফুলে বহরাইচ সংরক্ষিত আসন থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচন লড়বেন৷ তার জয়ের সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে৷ এই আসনটি বিজেপির হারানোর সম্ভাবনা প্রবল বলে মনে করছে রাজনৈতিক মহল৷ কলকাতা
মতিহার বার্তা ডট কম ১২ মার্চ ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.