শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
বিজেপি বৃহত্তম দল হলেও দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবেন না মোদী

বিজেপি বৃহত্তম দল হলেও দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবেন না মোদী

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে দ্বিতীয়বার দিল্লির মসনদে বিজেপিকে আটকাতে মহাজোট বেঁধেছে বিরোধী দল ৷ তাতে অংশগ্রহন করেছেন তৎকালনি ইউপিএ সাবেক মন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পাওয়ারও ৷গতকাল মঙ্গলবার তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন নিজের পূর্ব অভিজ্ঞতা থেকে শরদ পাওয়ার বলেন, আগামী লোকসভা ভোটে বিজেপি হয়তো বৃহত্তম দল হতে পারে৷ তবে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর গদিতে নরেন্দ্র মোদীকে নাও দেখা যেতে পারে৷

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও দুঁদে রাজনৈতিক শরদ পাওয়ার এদিন বলেন, ‘‘নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে পারি বিজেপি হয়তো এবার বৃহত্তম দল হবে কিন্তু দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে পারবেন না নরেন্দ্র মোদী৷ কারণ, সরকার গড়তে হলে বিজেপিকে অন্য দলের সমর্থনের

শরদ পাওয়ার আসন্ন লোকসভা ভোটে আর দাঁড়াবেন না৷ দু’দিন আগে পুনেতে এক কর্মিসভায় এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন এনসিপি সুপ্রিমো৷ রাজনৈতিক মহলের মতে, নাতিকে জায়গা করে দিতে নির্বাচনের ময়দান থেকে সরে দাঁড়ান পাওয়ার৷ মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ১৯৯১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত লোকসভার সাংসদ ছিলেন৷ তৎকালনি ইউপিএ শরদ পাওয়ারকে খাদ্য ও কৃষি মন্ত্রনালয়ের দায়িত্ব ছিলেন৷ বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ৷

খোঁজ নিয়ে জানা গেছে, শরদ পাওয়ার রাজ্যসভার সাংসদ হয়েই থাকতে চান৷ শরদ পাওয়ারের সরে দাঁড়ানো নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা জ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, হাওয়া কোন দিকে সেটা বুঝে গিয়েছেন৷ তাই ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন শরদ পাওয়ার ৷ পাল্টা প্রতিক্রিয়ায় শরদ পাওয়ার জানান, ১৪ বার ভোটে দাঁড়িয়ে জিতেছি৷ যদি কেউ ভেবে নেয় হারার ভয়ে ভোটে দাড়াচ্ছি না তাহলে সেটা খুবই বোকামি৷

মতিহার বার্তা ডট কম ১১ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply