মতিহার বার্তা ডেস্ক : গোপালগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মো. সজিব হাওলাদার (২৩) নামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের গোপালগঞ্জ অঞ্চল-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বীনা দাশ বুধবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সদস্য মো. সজিব হাওলাদার কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের ঠান্ডা হাওলাদারের ছেলে। তিনি ফরিদপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ জুলাই সজিব হাওলাদারের স্ত্রী রোখসানা খানম বাদী হয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। ওই মামলায় স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করার শর্তে সজিব হাওলাদারকে জামিনও দেন আদালত।
পরে স্ত্রী রোখসানা আদালতে লিখিতভাবে বলেন, জামিনে আসার পর সজিব তার পরিবারের কাছে ফের যৌতুক দাবি করেন। বুধবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চান তিনি। তবে আদালত তার জামিন নামুন্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।
মতিহার বার্তা ডট কম ১৪ মার্চ ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.