শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
রাজশাহীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ৫৩৭ বিদ্যালয়ে ভোট উৎসব

রাজশাহীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ৫৩৭ বিদ্যালয়ে ভোট উৎসব

নিজেস্ব প্রতিবেদক : ভোট উৎসবে মেতেছে রাজশাহীর ৫৩৭ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাধ্যমিক স্তরের এসব শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। আনন্দঘন পরিবেশে ভোট দিতে পেরে খুশি কমলমতি শিক্ষার্থীরা।

রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, জেলায় ৫৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। শিক্ষার্থী ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে স্কুলে স্কুলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। এ নির্বাচনে সহযোগিতা করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক এবং অভিভাবকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ নির্বাচনের লক্ষ্যসমূহের মধ্যে রয়েছে- অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের সহায়তা, শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি এবং বৃক্ষ রোপণসহ বিভিন্ন কার্যক্রমে নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ।

সরেজমিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের লম্বা লাইন। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা বলেন, এ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা অল্প বয়স থেকেই গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে। এছাড়া শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ ঘটবে। এর ফলে আগামী প্রজন্ম দক্ষ নেতৃত্ব পাবে। এসব বিষয়গুলো বিবেচনায় নিয়েই সরকার স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের উদ্যোগ নিয়েছে। সুত্র: জাগোনিউজ

মতিহার বার্তা ডট কম ১৪ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply