শিরোনাম :
১০০ কোটি ডলার খরচ করে মহাকাশকেন্দ্র ধ্বংস করছে নাসা! নেপথ্যে কোন ‘বিশেষ’ পরিকল্পনা? চিনকে রুখতে প্রশান্ত মহাসাগরে ‘ক্ষেপণাস্ত্র প্রাচীর’ তৈরি করছে আমেরিকা, সঙ্গে থাকছে কোন কোন দেশ? পেশায় মডেল, কিন্তু মানুষ নয়, মাসে রোজগার ১০ লক্ষ টাকা, সুন্দরীকে ঘিরে বাড়ছে রহস্য পবিত্র মসজিদ-ই-নববীতে অর্ধকোটির বেশি মুসল্লি হাজার বছরে পবিত্র মসজিদুল আকসার সংস্কার কার্যক্রম সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৮১২৫ টাকা অস্ট্রেলিয়ার বাড়ি বিক্রি করে দিচ্ছেন পাকিস্তানের বিশ্বজয়ী ক্রিকেট দলের অন্যতম নায়ক ফেলের ভয়ে আত্মহত্যা, ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থী নাটোর পল্লী বিদ্যুৎ : ২০২২-২৩ অর্থবছরে ৪৩ কোটি টাকা লোকসান ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
মুরগির আক্রমনণ শিয়ালের মৃত্যৃ

মুরগির আক্রমনণ শিয়ালের মৃত্যৃ

আন্তর্জাতিক ডেস্ক : চাইলে মুগিরা জোট বাঁধতে পারে ৷ আর জোট বেধে মুরগিরা শিয়াল মারতেও সক্ষম হয়৷ এটা কোনও রূপকথার গল্প নয়৷ এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ফ্রান্সের একটি খামারে৷

যেখানে সাধারণত শিয়ালের ভয়ে মুরগিরা ত্রস্ত থাকে সেখানে জোট বেঁধে শিয়ালের আক্রমণ রুখে দিল। উত্তর-পূর্ব ফ্রান্সের ব্রিটানির এক কৃষিবিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের মুরগি খামারে এমন বিরল ঘটনা ঘটেছে৷

এমন বিরল ঘটনার কথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ৷ ওই কৃষিবিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লক্ষ্য করেছে, খামারের মুরগিরা কী ভাবে একজোট হয়ে শুধুমাত্র শিয়ালের আক্রমণ প্রতিহতই করেনি,উল্টে শিয়ালটিকে মেরেও ফেলতে সক্ষম হয়েছে।

জানা গিয়েছে, শিয়ালটি মুরগি ধরতে ওই খামারের খাঁচায় ঢুকে পড়ে। ওই খামারের হেনহাউসটি অটোম্যাটিক লাইট কন্ট্রোল সিস্টেম থাকায় সূর্য ডুবলে খাঁচার দরজাও নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সেই দরজা বন্ধ হয়ে যাওয়ায় আর শিয়ালটি বেরিয়ে আসতে পারেনি। এই সময়েই খাঁচার মুরগিরা উল্টে ঘিরে ফেলে শিয়ালটিকে এবং ঝাঁপিয়ে পড়ে শিয়ালটির উপরে। পরের দিন সকালে শিয়ালটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ফার্মিং-এর শিক্ষক প্যাস্কাল ড্যানিয়েল জানান, পাঁচ একর জমির উপর গড়ে ওঠা ওই খামারে সর্বাধিক ৬০০০টি মুরগি থাকতে পারে৷ ওই সময় তিন হাজারের উপর মুরগি ছিল সেখানে৷

মুরগিগুলি ঠুকরে ঠুকরে মেরে ফেলে শিয়ালটিকে। মুরগির মতো নিরীহ প্রাণীও চাইলে প্রাণের দায়ে কতটা বেপরোয়া হয়ে উঠতে পারে, এই ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে উঠল।

মতিহার বার্তা ডট কম ১৪ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply