জঙ্গি হামলায় আতঙ্কিত টাইগার বাহিনীর জন্য ‘দ্রুততম সময়ের বিমান’

জঙ্গি হামলায় আতঙ্কিত টাইগার বাহিনীর জন্য ‘দ্রুততম সময়ের বিমান’

মতিহার বার্তা ডেস্ক : ঢাকা ও ওয়েলিংটন: জঙ্গি হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা৷ সেই আতঙ্ক তাঁদের তাড়া করছে৷ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে এই হামলার জেরে আপাতত স্থগিত করা হল দুই দেশের টেস্ট সিরিজ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই রকমই সিদ্ধান্ত নিতে চলেছে৷ যদিও আনুষ্ঠানিক ঘোষণা করা হবে শুক্রবার দুপুরে ঢাকায়৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দেশেই ফিরে আসতে চাইছেন টাইগাররা৷ ভয়ংকর এই হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলকে দ্রুত দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসছে বাংলাদেশ দল। বিসিবি সূত্র জানিয়েছে, সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে যে ফ্লাইট পাওয়া যাবে, সে ফ্লাইটেই দেশে ফিরিয়ে আনা হবে দলের ক্রিকেটারদের। এ বিষয়ে বিসিবির সভাপতি নাজমুল আহসান পাপন দুপুরে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানাবেন।

নিউজিল্যান্ডের হ্যাগলি ওভালের একটি মসজিদে হামলা হয়৷ এলোপাথাড়ি গুলিতে বাড়ছে নিহতের সংখ্যা৷ এখন পর্যন্ত ২৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ ক্রাইস্টচার্চ স্টেডিয়াম সংলগ্ন স্টেডিয়ামে এ হামলার ঘটনা ঘটে। সেই মসজিদেই নমাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা৷কলকাতা ২৪

মতিহার বার্তা ডট কম ১৫ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply