শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
নামাজ পড়তে গিয়ে বন্দুকধারির হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল

নামাজ পড়তে গিয়ে বন্দুকধারির হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল

মতিহার বার্তা ডেস্ক :  অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশ ক্রিকেটাররা৷ স্থানীয় সময় শুক্রবার দুপুরে ক্রাইশ্চচার্চের দুটি মসজিদে বন্দুকধারির হামলা এবং স্ট্রিকল্যান্ড স্ট্রিটে গাড়ি বোমা বিস্ফোরণে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে৷ অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটাররা৷ এই ঘটনার পরই নিউজিল্যান্ড সফর ছেড়ে দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেট দল৷

হেগলে ওভালে শনিবার থেকে তৃতীয় টেস্ট খেলার কথা নিউজিল্যান্ড ও বাংলাদেশের৷ কিন্তু শুক্রবার দুপুরে নামাজ পড়তে বাংলাদেশ ক্রিকেটাররা ক্রাইশ্চচার্চের আল নূর মসজিদে পৌঁছনোর পর দুই বন্দুকবাজ গুলি ছুঁড়তে থাকে৷ আতঙ্কিত হয়ে সেখান থেকে নিরাপদেই বাংলাদেশ ক্রিকেটারদের বের করে নিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা৷ অল্পের জন্য রক্ষা পেলেও আতঙ্কিত হয়ে পড়েন মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা৷ তাঁরা দ্রুত দেশে ফিরতে চান৷

বাংলাদেশ ক্রিকেটাররা নিরাপদে থাকলেও এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷ ঘটনার সময় বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে ছিলেন ক্রিকইফোর বাংলাদেশি সাংবাদিক মহম্মদ ইসলাম৷ তিনি জানান, ‘ক্রিকেটাররা নিরাপদে রয়েছেন৷ তবে তাঁরা এতটাই আতঙ্কিত যে, দ্রুত দেশে ফেরার বিমান ধরতে চান৷ জানি না, ওদের মানসিক অবস্থা ক্রিকেট খেলার মতো রয়েছে কিনা৷’

ক্রাইশ্চচার্চে দু’টি মসজিদ আল নূর ও লিনউড মসজিদ ছাড়াও স্ট্রিকল্যান্ড স্ট্রিট গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ মোট ২৭ জনের মৃত্যু হয়েছে৷ ঘটনার তীব্র নিন্দা করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী একে নিউজিল্যান্ডের কালো দিন বলে ব্যাখ্যা করেছেন৷

এই মহূর্তে ক্রিকেটাররা হেগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে রয়েছেন৷ তবে দু’জন ক্রিকেটার হোটেলে রয়েছেন৷ কারণ তাঁরা প্রর্থনা করতে যাননি৷ কোচিং স্টাফরাও টিম হোটেলে নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি৷ ইসলাম আরও বলেন, ‘টিম বাস থেকে নেমে ক্রিকেটাররা মসজিদে ঢুকতে যাবে, সে সময়ই বন্দুকের আওয়াজ শুনতে পায় তাঁরা৷ ক্রিকেটাররা দেখেন লোকেরা মসজিদ থেকে দৌড়ে বেরিয়ে আসছে৷ এদের মধ্যে কয়েকজন ছিলেন আহত৷ প্রায় ১০ মিনিট বাসের মধ্যে থাকার পর বাস থেকে দ্রুত নেমে হেগলে পার্কের মধ্য দিয়ে হেগলে স্টেডিয়ামে ঢুকে পড়েন ক্রিকেটাররা৷

ঠিক ১০ বছর আগে লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে ঢোকার ঠিক আগে শ্রীলঙ্কার টিম বাসের উপর জঙ্গিহানার কথা মনে করিয়ে দিল৷ ৩ মার্চ, ২০০৯ গদ্দাফি স্টেডিয়ামে ঢোকার আগে শ্রীলঙ্কা টিম বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ এলোপাথারি গুলি চালিয়ে কয়েকজন নিরাপত্তারক্ষীকে হত্যা করেছিল জঙ্গিরা৷ আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা৷ বাস চালক দ্রুত গদ্দাফি স্টেডিয়ামের মধ্যে বাস ঢুকিয়ে লঙ্কা ক্রিকেটারেদর প্রাণে বাঁচিয়েছিলেন৷ কিন্তু এই ঘটনার পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের খেলার অবস্থা ছিল না৷ স্টেডিয়াম থেকেই হেলিকপ্টারে করে লঙ্কান ক্রিকেটারদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল৷

মতিহার বার্তা ডট কম ১৫ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply