চিনের বিশেষ সুবিধা তুলতে মোদীকে চাপ আরএসএসের

চিনের বিশেষ সুবিধা তুলতে মোদীকে চাপ আরএসএসের

আন্তর্জাতিক ডেস্ক :পরম্পরা মেনে জইশ ই মহম্মদ জঙ্গি মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী তকমা দেওয়া থেকে ফের বিরত থাকল চিন। ফলে পাকিস্তানের সন্ত্রাসে মদত দেওয়াকেই তারা পরোক্ষে সমর্থন করল বলে মনে করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে বেজিং-এর উপর চাপা বাড়াতে মোদী সরকারকে পরামর্শ দিল রাষ্ট্রীয় সয়ং সেবক সংঙ্ঘের অর্থনৈতিক শাখা স্বদেশী জাগরণ মঞ্চ৷

পুলওয়ামা হামলার পর পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশনের তকমা কেড়ে নেয় নয়াদিল্লি৷ সেই পথই চিনের ক্ষেত্রেও অনুসরণের কথা জানাল আরএসএস-য়ের শাখা সংগঠনটি৷ অবিলম্বে চিনকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশনের তকমা কেড় নিতে হবে৷ সঙ্গে সেদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রেও আরও কড়াকড়ি করতে হবে নয়াদিল্লিকে৷ বাড়াতে হবে আমদানি শুল্কও৷ দাবি জানানো হয়েছে সংগঠনের সর্বভারতীয় আহ্বায়ক অশ্বিনী মহাজনের তরফে৷

বিশ্ব অর্থনীতির বিচারে চিন এই মূহূর্তে শক্তিশালী অর্থনীতির দেশ৷ কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে তারা৷ সন্ত্রাসে মদত দিলে পরিস্থিতি যে আরও জটিল হবে তা বোঝান উচিত বেজিংকে৷ মনে করে স্বদেশী জাগরণ মঞ্চ৷ ফলে তাঁদের পরামর্শ দ্রুত বলবৎ করা হোক বলে আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান অশ্বিনী মহাজন৷ আন্তর্জাতিক দুনিয়াতেও এর ফলে ভারত সুবিধে পাবে বলে মনে করা হচ্ছে৷

ভারতের বাজার চিনা পণ্যে ভরে গিয়েছে৷ এই বিষয়টিকে রোখার জন্য নয়াদিল্লির উচিত চিনা পণ্যের উপর ভারতে শুল্ক বাডা়নো উচিত৷ এর ফলে দেশের উপকার হবে বলে মনে করে রাষ্ট্রীয় সয়ং সেবক সংঙ্ঘের এই শাখা সংগঠনটি৷ রাষ্ট্রসঙ্ঘে চিনের স্থায়ী সদস্য পদ পাওয়ার পিছনে জওহরলাল নেহেরুর অবদান রয়েছে বলে এদিন কংগেরেসকে বিঁধেছেন অশ্বিনী মহাজন৷ তিনি বলেন, ‘‘নেহিরুর হিন্দি চিনি ভাই ভাইয়ের স্লোগান আজ অচল৷ নেহেরুর জন্যই ভারতের বদলে আজ রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী পদে বলে রয়েছে চিন৷ এতদিন তাদের সহ্য করা হয়েছে৷ কিন্তু এবার সময় বয়কটের৷’’

পুলওয়ামার পর পাকিস্তানকে বিশ্ব আঙিনায় এক ঘরে করতে ইসলামাবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বারত৷ তাদের থেকে মোস্ট ফোভার্ড নেশনেক তকমা কেড়ে নেওয়া হয়৷ প্রতিবাদে মুখর হয় ইমরান সরকার৷ অন্যদিকে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিতে আরও আঘাত আনতে ভারত বিশ্ব অর্থনীতির নিয়ামক সংস্থাকেও সতর্ক করে৷ এবার পাকিস্তানের বিরুদ্ধে করা পদক্ষেপ চিনের ক্ষেত্রে প্রয়োগ করলে ফল মিলতে পারে বলে মনে করছে তারা৷কলকাতা ২৪

মতিহার বার্তা ডট কম ১৫ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply