নিজস্ব প্রতিবেদক : আগামী ২৪।০৩। ২০১৯ ইং আসন্ন নাচোল উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শামসুল আলম কে সমর্থন জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ নেতা সতন্ত্র প্রার্থী আবু রেজা শামীম। ১৫ই মার্চ দুপুর ৩ ঘটিকায় নিজামপুর ইউনিয়নের গোঁসাইপুর গ্রামে এক উঠান বৈঠকে উপজেলা নির্বাচনে শামসুল আলম কে বিজয়ী করার লক্ষ্যে পূর্ন সমর্থন জানিয়েছেন।
বৈঠকে আওয়ামীলীগ নেতা শামীম সহ উপস্থিত হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দ, সাঁওতাল গোষ্ঠি এবং সকল ইউনিয়নের সর্ব সাধারন মানুষ আলহাজ্ব শামসুল আলমের পক্ষে কাজ করার ঐক্য প্রকাশ করেন। অপর প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ নেতা জনাব কাদের জনসমর্থন না পেয়ে নির্বাচনী মাঠে কোন ঠাঁসা হয়ে নানান গুজবে ছড়িয়ে ভোটাদের মন জয় করার প্রচেষ্টায় ব্যাস্ত।
আলহাজ্ব মো: শামসুল আলম ১৯৭২ সালের নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত প্রার্থী হিসেবে নির্বাচন করে নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন। নিজ এলাকায় স্কুল, পাকা রাস্তা, পার্ক নিজ উদ্যোগে প্রতিষ্ঠা সহ পাকা মসজিদের নির্মানেও মুখ্য ভূমিকা রেখেছেন।
২০১৬ সালে স্বপ্ন চড়ুই ফাউন্ডেশন উপদেষ্টা, রাজশাহী মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ সমাজ সেবায় বিশেষ ভুমিকা রাখার জন্য সম্মাননা দেন এবং ২০১৭ ইং সালে উত্তরবঙ্গ শিক্ষার্থী কল্যান পরিষদ (রাজশাহী বিভাগ) তাকে শ্রেষ্ঠ সমাজ সেবক সম্মাননায় ভূষিত করে সম্মাননা পদক দেয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশা।
নির্বাচনী মাঠ জনাব আলহাজ্ব শামসুল আলমের অনুকূলে থাকলেও অনেক স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দের দ্বারা পোষ্টার ছেঁড়া ও কর্মীদের হয়রানীর কিছু বিচ্ছিন্ন ঘটনারও তথ্য পাওয়া গেছে তবে এই বিষয়ে প্রসাশন কোন পদক্ষেপ গ্রহন করেনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আসন্ন উপজেলা নির্বাচনে জনসমর্থনে এগিয়ে মোটরসাইকেল প্রতীক আলহাজ্ব মো: শামসুল আলম,
দ্বীতিয় অবস্থানে আনারস প্রতীকে আবু রেজা শামীম ও তৃতীয় স্থানে
নৌকা প্রতীকে জনাব কাদের।
মতিহার বার্তা ডট কম ১৭ মার্চ ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.