বাগমারায় চাঁদার টাকা না দেয়ায় স্বর্ণের দোকান লুট

বাগমারায় চাঁদার টাকা না দেয়ায় স্বর্ণের দোকান লুট

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার বাগমারা উপজেলায় চাঁদার টাকা না দেয়ায় স্বর্ণের দোকান লুট করেছে সন্ত্রাসিরা ! গত বুধবার ১৪ মার্চ সকাল ১১ টার দিকে উপজেলার বাইগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায়  ভুক্তভোগি ওই দিন রাজশাহী জেলা  আদালতে একটি মামলা দায়ের করেছেন।মামলা সুত্রে জানা যায় , ১৪ মার্চ সকাল ১১ টার দিকে  বাইগাছা এলাকার মৃত জাকারিয়া স্বর্ণকারের ছেলে রায়হান স্বর্ণকার তার দোকানের কারখানায় কাজ করছিলেন ।

এমন সময় মামলার আসামি বাইগাছা এলাকার ইমরান আলী বাবু,রহিদুল ও আমজাদ তার কারখানায় গিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে চাঁদার টাকা দিতে অস্কৃতি জানালে , তারা সংঘবদ্ধ ভাবে এলাকার  আশরাফুল,রইচ,আবুল,বাবুল,হারুন,মাসুদ,সোনা,এমাদুল,রেজাউল ও মোস্তাক এরা সকলে মিলে  রায়হানের কারখানায় রড,কোদাল,হাতুর, ও দেশিও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

এবং তার কারখানা ভেঙেচুরে তসনস করে দেয়, পরে কারখানা থেকে  ৬ লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় । এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম আহম্মেদ  জানান বিষয়টি আমার জানা নেয়, সে সময় আমি ছুটিতে ছিলাম,পরে যেনে জানাতে পারবো।

মতিহার বার্তা ডট কম  ১৮ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply