শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
বাগমারায় চাঁদার টাকা না দেয়ায় স্বর্ণের দোকান লুট

বাগমারায় চাঁদার টাকা না দেয়ায় স্বর্ণের দোকান লুট

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার বাগমারা উপজেলায় চাঁদার টাকা না দেয়ায় স্বর্ণের দোকান লুট করেছে সন্ত্রাসিরা ! গত বুধবার ১৪ মার্চ সকাল ১১ টার দিকে উপজেলার বাইগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায়  ভুক্তভোগি ওই দিন রাজশাহী জেলা  আদালতে একটি মামলা দায়ের করেছেন।মামলা সুত্রে জানা যায় , ১৪ মার্চ সকাল ১১ টার দিকে  বাইগাছা এলাকার মৃত জাকারিয়া স্বর্ণকারের ছেলে রায়হান স্বর্ণকার তার দোকানের কারখানায় কাজ করছিলেন ।

এমন সময় মামলার আসামি বাইগাছা এলাকার ইমরান আলী বাবু,রহিদুল ও আমজাদ তার কারখানায় গিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে চাঁদার টাকা দিতে অস্কৃতি জানালে , তারা সংঘবদ্ধ ভাবে এলাকার  আশরাফুল,রইচ,আবুল,বাবুল,হারুন,মাসুদ,সোনা,এমাদুল,রেজাউল ও মোস্তাক এরা সকলে মিলে  রায়হানের কারখানায় রড,কোদাল,হাতুর, ও দেশিও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

এবং তার কারখানা ভেঙেচুরে তসনস করে দেয়, পরে কারখানা থেকে  ৬ লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় । এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম আহম্মেদ  জানান বিষয়টি আমার জানা নেয়, সে সময় আমি ছুটিতে ছিলাম,পরে যেনে জানাতে পারবো।

মতিহার বার্তা ডট কম  ১৮ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply