মতিহার বার্তা ডেস্ক: ৩১ মার্চের মধ্যে আইনজীবীদের এভিডেবিট কমিশনারের সম্মুখে উপস্থিত হয়ে ফৌজদারী মোশন মামলার এফিভেবিট সম্পন্নের প্রক্রিয়া বাতিল, ঘুষ, দুর্নীতি বন্ধ ও খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয় ।
বুধবার দুপুরে গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের আহ্বানে আইনজীবীরা প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের দফতরে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনের মাধ্যমে তিন দফার দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে জানান, ৩১ মার্চের মধ্যে আইনজীবীদের এভিডেবিট কমিশনারের সম্মুখে উপস্থিত হয়ে ফৌজদারী মোশন মামলার এফিভেবিট সম্পন্নের পক্রিয়া বাতিল, ঘুষ, দুর্নীতি বন্ধ ও খালেদা জিয়ার মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সামনের চত্বরে সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন পালন করা হয়। সংগঠনের মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কো-চেয়ারম্যান অ্যাডভোকেট আবেদ রাজা, ফারুক হোসেন, সুপ্রিমকোর্ট শাখার মহাসচিব আইয়ুব আলী আশ্রাফা, আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।
কর্মসূচি সমন্বয় করেন সংগঠনের সুপ্রিমকোর্ট শাখার কো-চেয়ারম্যান শহিদুল ইসলাম, ব্যারিস্টার নাসিম খান, সাবেক এমপি তাসমন রানা, আনিসুর রহমান খান, মতিন মণ্ডল, নাহিদ সুলতানা, শেখ তাকসিন আলী, সামসুল আলম, কামাল হোসেনসহ অন্যান্য নেতারা।
কর্মসূচিতে গাড়ি চাপায় আবরারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং নিরাপদ সড়ক আন্দোলনে সংহতি প্রকাশ করা হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে আইনজীবী তৈমুর বলেন, আইনজীবীরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। আন্দোলনের মাধ্যমেই তারা দাবি আদায় করবে।
আবেদ রাজা বলেন, দুর্বার আন্দোলনে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। হাইকোর্টে এফিডেবিটের সময় আইনজীবীদের ব্যক্তিগত উপস্থিতি সম্মান ও মর্যাদাহানিকর বিধায় তা প্রতিরোধ করতে হবে।
মতিহার বার্তা ডট কম- ২০ মার্চ ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.