নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর মতিহার থানা এলাকা থেকে আনুমানিক ১০ বছর বয়সী এক অজ্ঞাত বাক প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত বুধবার (২০ মার্চ ২০১৯) এক ব্যাক্তি বাক প্রতিবন্ধী ওই শিশুটিকে উদ্ধার করে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পরদিন গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ ২০১৯) পুলিশ শিশুটিকে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। আদালত শিশুটিকে রাজশাহী নগরীর বায়া সেফ হোম হেফাজতে রাখার নির্দেশ দেন।
এ ঘটনায় মতিহার থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরি নং- ৮১৩, তারিখ- ২০.০৩.২০১৯ইং। শিশুটির পরিবারের সন্ধান আবশ্যক।
যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন: এস.এম রেজাউল করিম, এসআই, মতিহার থানা, আরএমপি মহানগর, রাজশাহী। মোবা- ০১৭৫৯-৬৪৯১২২।
মতিহার বার্তা ডট কম – ২২ মার্চ ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.