নগ্ন অবস্থায় বিমানে উঠতে চেয়ে হুলস্থুল কাণ্ড বাধালেন যাত্রী

নগ্ন অবস্থায় বিমানে উঠতে চেয়ে হুলস্থুল কাণ্ড বাধালেন যাত্রী

আন্তরর্জাতিক ডেক্স : শনিবার সকালটা অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল ৷ কিন্তু বেলা গড়াতেই ছবিটা বদলে গেল মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরের ৷ এক বিমানযাত্রী কাণ্ডকারখানায় রীতিমতো হুলুস্থূল অবস্থার সৃষ্টি হল সেখানে ৷ শুধু তাই নয়, তার কীর্তির ভিডিও নিমেষে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে ৷

ভিডিও এবং প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, শনিবার ওই বিমানবন্দরে যাত্রীরা প্লেনে ওঠার জন্য জেট ব্রিজের কাছে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন ৷ সেখানেই ওই ব্যক্তিও দাঁড়িয়েছিলেন ৷ আর তার দিকেই সকলের চোখ যায় ৷ কারণ তিনি নগ্ন হয়ে ফাইনাল চেকিংয়ের জন্য প্রস্তুত ৷

ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন কাণ্ড করলেন তা স্পষ্ট না হলেও, তিনি যে ওই অবস্থাতেই বিমানে উঠতে চাইছিলেন তা একপ্রকার স্পষ্ট হয়ে যায় ওই ভিডিও থেকে ৷

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ব্যক্তির দিকে অন্যান্য যাত্রীরা বেশি মনোযোগ দিচ্ছিল না একেবারেই ৷ তবে নগ্ন ওই যাত্রী দাবি করেছিলেন, পোশাক ছাড়া অর্থাৎ নগ্ন অবস্থায় আকাশ ওড়া বেশি সহজ ! তবে তার সেই আশা পূর্ণ হয়নি ৷ পুলিশ ওই ব্যক্তিকে আটক করে তার মানসিক অবস্থা আদৌ ঠিক কি না তা পরীক্ষা নিরীক্ষা শুরু হয় ৷ ওই যাত্রীর পরিচয় প্রকাস্যে না এলেও, জানা গেয়েছে ৩৮ বছরের এই ব্যক্তি সাইবেরিয়াতে জন্মগ্রহণ করেন ৷

মতিহার বার্তা ডট কম ২৪ মার্চ ২০১৯ 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply