সার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭৮

সার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক : আরও ১৪ জনের মৃত্যুর ফলে চিনে রাষায়নিক কারখানায় বিস্ফোরণের ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৮৷ যারফলে মন্ত্রিসভা নির্দেশ দিয়েছে দেশজুড়ে রাসায়নিক কারখানাগুলি পরিদর্শনের নির্দেশ দেন৷

গত বৃহস্পতিবার জিয়াংসু প্রদেশের সার কারখানায় আগুণ থেকে বিস্ফোরণ ঘটে৷ ইয়াচেং শহরের মেয়র কাউ লুবাও রবিবার জানিয়েছিলেন ওই ঘটনায় মৃতের সংখ্যা ৬৪জন৷

সোমাবারের খবর অনুসারে ৭৮জনের মৃত্যুর পাশাপাশি ৫৬৬জন আহত অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে এবং এদের মধ্যে ১৩জনের অবস্থা সঙ্কজনক৷ ওই বিস্ফোরণের পর ৩০০০ শ্রমিক এবং প্রায় এক হাজার স্থানীয় অধিবাসীকে নিরাপদ স্থানে সরানো হয়েছে৷ আপতকালীন ব্যবস্থা মন্ত্রক জানিয়েছে, ৮৮জনকে ওই অবস্থা থেকে উদ্ধার করা হয়েছিল৷

সোমবার ফের সেখানে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান খোলে কারণ ওই বিস্ফোরণের ঘটনার পর শুক্রবার জোর করে সেগুলি বন্ধ রাখা হয়েছিল৷ ওই রকম চরম বিস্ফোরণের ফলে রীতিমতো ভূকম্পন দেখা গিয়েছিল এবং বেশ কিছু বাড়িও ভেঙে পড়ে৷ ২০১৫ সালের পর এটাই চিনে সবচেয়ে ভয়ংকর শিল্প দুর্ঘটনা যেখানে ১৭৩ জনের মৃত্যু হয়েছিল৷

মতিহার বার্তা ডট কম  ২৫ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply