শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
সাপাহারে নিশ্চিন্তপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড প্রায় ৩ লক্ষ টাকার সম্পদ ভস্ম

সাপাহারে নিশ্চিন্তপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড প্রায় ৩ লক্ষ টাকার সম্পদ ভস্ম

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আবুল কাশেম আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটেছে। এ ভয়াবহ অগ্নিকান্ডে ওই পরিবারের প্রায় ৩লক্ষ টাকার সম্পদ পুড়ে গেছে বলে জানা গেছে।

গ্রামবাসী জানান, সোমবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় আবুল কাশেমের পরিবারের লোকজন নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল সোমবার (২৬মার্চ) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়ির পুর্বদিকের প্রাচীরে খড়ের চালের ৩টি স্থানে আগুন ধরে যায়। কিন্তু আগুনের সুত্রপাত তাৎক্ষণিক জানা যায়নি।

বাড়ীর লোকজনের আত্মচিৎকারে তাৎক্ষনিক গ্রামবাসী ছুটে এসে বাড়ীর লোকজন সহ গরু ছাগল অক্ষত অবস্থায় উদ্ধার করে ও্গুএবংন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়।

এ সময় আগুনের লেলিহান শিখায় আবুল কাশেমের বাড়ীর ৫টি ঘর বারান্দা সহ ধান,চাউল. কাপড় চোপড়,বিছানাপত্র, ঘরে রাখা নগদ ৩০হাজার টাকা, কাঠের তৈরী আসবাবপত্র সহ প্রায় ৩লক্ষ টাকার সম্পদ পুড়ে ভস্ম হয়। সংবাদ পেয়ে রাত ২টার দিকে পত্নীতলা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। অসহায় দিন মজুর আবুল কাশেম জানান পরনের কাপড় চোপড় ছাড়া তাদের আর কিছুই নাই।

পুর্ব শক্রুতার জের ধরে রাতের বেলা তার বাড়ীতে আগুন দিয়ে তাকে স্ব-পরিবারে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করেছিল। দুবৃত্তরা এ সময় আবুল কাশেমের বাড়ীর আশে পাশের বাসিন্দা হাফিজুল,মন্তাজ ও নুর ইসলামের বাড়ীর দরজায় শিকলী আটকিয়ে দিয়ে এ ঘটনা ঘটায় । ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হওয়ার ফলে পরিবারটি বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছে।

মতিহার বার্তা ডট কম ২৬ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply