মতিহার বার্তা ডেস্ক : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন খুন-গণধর্ষণে অভিযোগে ৫ রাজাকারের ফাঁসির আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
১৯৭১ সালের ২১ অগস্ট পাক সেনার সাহায্যকারী রাজাকার বাহিনী নেত্রকোনার বাড়হা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে গুলি করে খুন করে।
খুন-ধর্ষণে অভিযুক্ত। আর প্রত্যেকেই পলাতক। তবু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন খুন-গণধর্ষণে অভিযোগে ৫ রাজাকারের ফাঁসির আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
যে পাঁচজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, তারা হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার পলাতক আসামী শেখ মহম্মদ আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা, মহম্মদ আব্দুল খালেক তালুকদার, মহম্মদ কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ অগস্ট পাক সেনার সাহায্যকারী রাজাকার বাহিনী নেত্রকোনার বাড়হা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে গুলি করে খুন করে। এছাড়াও ওই পাঁচজন আরও অনেক খুন-ধর্ষণে অভিযুক্ত।
যদিও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গোপনে পালিয়ে যায় মওলানা ও তার সাগরেদরা। পলাতক আসামীদের তালিকায় এই পাঁচজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
মতিহার বার্তা ডট কম ২৯ মার্চ ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.