মতিহার বার্তা ডেস্ক : সিদ্ধিরগঞ্জের সোনামিয়া মার্কেট এলাকায় চালের আড়ত থেকে টাকা নেয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি ও তর্ক-বিতর্কের একপর্যায়ে ছোট ভাই নূর নবী মরণের (৪০) আঘাতে বড় ভাই মোস্তফা (৪৫) নিহত হয়েছেন। গতকাল রাত ৯টায় সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় একটি চালের দোকানে ঘটনাটি ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ জানান, সিদ্ধিরগঞ্জের সোনামিয়া মার্কেটে মোস্তফা স্টোর নামে চাল ও মুদিসামগ্রী বিক্রির দোকান রয়েছে।
পারিবারিক ও ব্যবসায়িক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে রাতে বাগি¦তণ্ডা ঘটে। একপর্যায়ে দোকানে থাকা চাল মাপার বোঙ্গা দিয়ে নূর নবী মরণ তার বড় ভাই মোস্তফার বুকের বাম দিকে আঘাত করলে তিনি যান। ঘটনার পর মরণ পালিয়ে গেছে।
মতিহার বার্তা ডট কম ২৯ মার্চ ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.