শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
ভয়ঙ্কর এক জীবন যুদ্ধে ক্ষতবিক্ষত দুই যোদ্ধা

ভয়ঙ্কর এক জীবন যুদ্ধে ক্ষতবিক্ষত দুই যোদ্ধা

মতিহার বার্তা ডেস্ক : ওয়াশিংটন: নাগপাশে ছটফট করছে বিশাল বাজের দেহ৷ ক্রমে তাকে পেঁচিয়ে ধরছে প্রতিদ্বন্দ্বী ব়্যাট স্নেক৷ আর শিকারী বাজ খুঁজছে একটা সুযোগ৷ তীক্ষ্ণ নখের আঁচড়ে ক্ষতবিক্ষত করছে সাপটাকে৷ এক সময় মিলে গেল সুযোগ- আঁকশির মতো নখ দিয়ে সাপের দেহ খুবলে নেওয়ার ভয়ঙ্কর চাপ দিল পাখিটা৷ একেই বলে মরণ চেষ্টা ? হতেই পারে৷

দু পক্ষই মরণের মুখে৷ তবে জিতবে একজনই৷ আর যে জিতবে সেই সিকন্দর৷

ঘটনা মার্কিন মুলুকের৷ টেক্সাসের একটি বিদ্যালয়ের পড়ুয়া ঘুরতে গিয়েছিল৷ ঘোরার মাঝেই তারা জঙ্গলে দেখতে পায় এই অদম্য লড়াইয়ের মুহূর্ত৷ একটি শিকারী বাজ ও ব়্যাট স্নেক পরস্পরকে জাপটে নিয়েছে৷ তারা লড়াই করছে অরণ্যের প্রাচীন সত্যকে প্রতিষ্ঠা করার৷ এই লড়াইয়ে হয় জয় নয় মৃত্যু৷

স্তম্ভিত হয়ে সবাই সেই লড়াই দেখে৷ কেউ কেউ সেই ছবি ক্যামেরা বা মোবাইলে বন্দি করে৷ তারপর যা হওয়ার তাই হয়েছে৷ ভয়ঙ্কর এক জীবন যুদ্ধে ক্ষতবিক্ষত দুই যোদ্ধার ছবি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে৷ ঘটনাস্থল সেন্টার৷ সেখানেই এরকম আদিম লড়াইয়ের আখড়া৷

টেক্সাস বনভাগের কর্মীরা জানিয়েছেন, প্রথমদিকে পড়ুয়ারা মনে করেছিল বাজ আর সাপ দুটোই মৃত৷ কিন্তু পরে খতিয়ে দেখা যায় দুই যোদ্ধা একে অপরকে আঁকড়ে ধরে মেরে ফেলতে চাইছে৷ পরে এটাকেই বনবিভাগ জীবন-মৃত্যুর লড়াই হিসেবে চিহ্নিত করেছে৷ তাঁদের ভাষায়।

ধারণা করা হচ্ছে, শিকারী বাজ তার স্বভাবমতো উপর থেকে ছোঁ মেরে এসে মাটিতে থাকা সাপটিকে তুলে নিতে চেয়েছিল৷ কিন্ত কোনও কারণে সেই চেষ্টা সফল হয়নি৷ তারপরেই বাগে পেয়ে যায় ব়্যাট স্নেক৷ সে জড়িয়ে ধরে বাজকে৷ শুরু হয় মল্লযুদ্ধ৷ যে যুদ্ধের কোনও ইতি হয়নি৷ দু জনকেই উদ্ধার করেছে বনবিভাগ৷

মতিহার বার্তা ডট কম ২৯ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply