মতিহার বার্তা ডেস্ক : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাতমা ধলাই নদীতে গোসল করতে নেমে আর উঠতে পারেনি চাচাতো দুই ভাই-বোন। নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় তাদের মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লক্ষণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাজা মিয়া (৮) ও তার ছোট ভাই সাইফুল ইসলামের মেয়ে নাদিয়া (৭) শনিবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে সাতমা ধলাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
পরিবার ও গ্রামের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মতিহার বার্তা ডট কম ৩০ মার্চ ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.