শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
আবার পত্নীতলায় বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার

আবার পত্নীতলায় বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার

 নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় একটি বিলুপ্তপ্রায় বন্যগরু নীলগাই উদ্ধার করা হয়েছে। উপজেলার নির্মইল ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ১ এপ্রিল সোমবার বেলা সাড়ে ৮টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের হোকমাপুর গ্রামের কানুপাড়ার একটি মাঠে স্থানীয়রা নীলগাইটি প্রথমে দেখতে পান।

পরে স্থানীয় এলাকাবাসীর সাথে বিজিবি সদস্যরা ধাওয়া করে প্রায় ঘন্টাকাল ব্যাপী সময় ধরে দৌড়া-দৌড়ির পর্যায়ে নীলগাইটি শারীরিক ভাবে দুর্বল হলে আটক হয়।

পরে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন উপজেলার এলাকার শত-শত জনতারা বিলুপ্তপ্রায় বন্যগরু নীলগাইটিকে এক নজর দেখার জন্য ভিড় জমায় ও অনেকেই তাদের মোবাইল ফোন ক্যামারায় ছবি ধারণ করে।

পত্নীতলা উপজেলা বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সুমন কুমার শীল জানান, বিষয়টি রাজশাহী বন বিভাগকে অবগত করা হয়েছে ও খবর পেয়ে কর্মকর্তারা পত্নীতলায় এসে নীলগাইটির শারীরিক পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা নিয়েছন।

পত্নীতলা উপজেলা বন কর্মকর্তা আব্দুল হাকিম জানান, বিলুপ্তপ্রায় বন্যগরু নীলগাইটি বন্যপ্রাণী অধিদপ্তরে নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম জানান, নীলগাইটি উদ্ধারের পর পত্নীতলা-১৪ বিজিবির হেফাজতে রয়েছে। নীলগাইটি বন্যপ্রাণী অধিদপ্তরে হস্তান্তর করণের প্রক্রিয়াধীন রয়েছে।

পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ধারণা করা হচ্ছে বিলুপ্তপ্রায় বন্যগরু নীলগাইটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এখন পর্যন্ত নীলগাইটির মালিক দাবি করে কেউ চিঠি দেয়নি।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি জেলার মান্দা উপজেলার জোত বাজার এলাকায় একটি নীলগাই উদ্ধার করা হয়েছিল। পরে রাজশাহী বন বিভাগের মাধ্যমে বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে আহত নীলগাইটি সুস্থ হলে কিছদিন পর রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র ও নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় দিনাজপুর জেলার রামসাগর চিড়িয়াখানায় প্রেরণ করা হয়েছিল।

মতিহার বার্তা ডট কম ০১ এপ্রিল  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply